বেঙ্গালুরু: বৃষ্টি নামতেই ড্রেন থেকে উপচে পড়ছিল জল। পাশেই বাস স্ট্যান্ড হওয়ায় সমস্যায় পড়ছিলেন যাত্রীরা। একজন নিজেই উদ্যোগ নিয়ে ড্রেন পরিস্কার করতে গিয়েছিলেন, কিন্তু উকি মারতেই যা দেখলেন, তাতে গোটা শরীর দিয়ে হিমস্রোত বয়ে গেল। একটা টিনের কৌটো। তার ভিতর থেকেই দেখা যাচ্ছে অপরিণত হাত-পা। ড্রেন থেকে কৌটো বের করতেই আঁতকে উঠলেন স্থানীয়রা। দেখা গেল, ওই টিনের কৌটোর ভিতরে রয়েছে ৭টি ভ্রূণ। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলাগাভি জেলায়। একসঙ্গে এত ভ্রূণ উদ্ধার হওয়াকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কর্নাটকের বেলাগাভি জেলার মুদালাগি গ্রাম থেকে ওই ভ্রূণগুলি উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাই ওই ভ্রূণগুলি উদ্ধার করেন। পরে পুলিশে খবর দেন তারা। জেলা স্বাস্থ্য দফতরেও গোটা বিষয়টি জানানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের আধিকারিক ডঃ মহেশ কোনি বলেন, “একটি কৌটোর ভিতরে সাতটি ভ্রূণ উদ্ধার করা হয়েছে। প্রতিটি ভ্রূণের বয়সই পাঁচ মাস। লিঙ্গ নির্ধারণের পরই ওই ভ্রূণগুলির হত্যা করা হয়েছে। জেলা প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। দ্রুত একটি তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করা হয়েছে।”
তিনি আরও বলেন, “উদ্ধার হওয়া ভ্রূণগুলিকে প্রথমে হাসপাতালে রাখা হয়েছিল। পরে তা জেলা বিজ্ঞান কেন্দ্রে আনা হয়েছে পরীক্ষার জন্য”। পুলিশের তরফেও জানানো হয়েছে, ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তী তদন্ত শুরু করা হয়েছে।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, আশেপাশের কোনও হাসপাতাল বা ক্লিনিকেই বেআইনিভাবে লিঙ্গ নির্ধারণ ও গর্ভপাত করানো হয়। সেখান থেকেই ওই ভ্রূণগুলিকে কৌটোর ভিতরে ভরে ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই ঘটনাস্থলের আশেপাশের হাসপাতালগুলিতে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও তথ্য় জানার চেষ্টা করা হচ্ছে।