বেঙ্গালুরু: দিল্লি, উত্তর প্রদেশের পর এ বার অক্সিজেনের সঙ্কট ও সেই কারণে করোনা রোগী মৃত্যু হল কর্নাটকেও। মঙ্গলবার রাজ্যের কালাবুরাগি ও বেলাগাভির দুটি হাসপাতাল মিলিয়ে মোট সাতজন করোনা রোগীর মৃত্যু হয়।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার সকালেই অক্সিজেনের অভাব দেখা যায় হাসপাতালগুলিতে। কালাবুরাগি সরকারি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই চারজনের মৃত্যু হয় এবং তারপর বেলাগাভি হাসপাতালেও তিনজনের মৃত্যু হয় অক্সিজেনের অভাবে।
জানা গিয়েছে, বিগত দুইদিনে চমরাজ নগর জেলা হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৪ জন করোনা রোগাীর মৃত্যু হয়েছে।
যদিও, খনি ও ভূতত্বমন্ত্রী মুরুগেশ নিরানী, যিনি কালাবুরাগি জেলার দায়িত্বে রয়েছেন, তিনি এই অভিযোগ অস্বীকার করে জানান যে, প্রতিটি রোগীরই করোনা সংক্রমণের কারণেই মৃত্যু হয়েছে, কারণ সকলের অবস্থাই সঙ্কটজনক ছিল।
এদিকে, বিরোধী নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দাবি করেন, চমরাজনগর হাসপাচতালে রবিবার থেকে সোমবারের মধ্যে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে।
বেঙ্গালুরুর হাসপাতালগুলির তরফে অক্সিজেন সঙ্কটের ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে, রোগী মৃত্যুর খবর পেতেই মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার দ্রুত রাজ্যে অক্সিজেনের ব্যবস্থা করতে বলেন।
আরও পড়ুন: করোনা পরীক্ষা করতে হিমশিম খাচ্ছে ল্যাব, চাপ কমাতে আরটি-পিসিআর পরীক্ষায় নতুন নিয়ম জারি কেন্দ্রের