Bus Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা অযোধ্যায়, লরির ধাক্কায় বাস উল্টে মৃত ৭, আহত ৪০

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 22, 2023 | 3:50 PM

Ayodhya Accident: জানা গিয়েছে, লখনউ-গোরক্ষপুর হাইওয়ে দিয়ে যাচ্ছিল ওই বেসরকারি বাসটি। আযোধ্যা থেকে আম্বেদকরনগরে যাচ্ছিল সেই বাস। সে সময়ই উল্টোদিক থেকে আসা একটি লরিতে ধাক্কা মারে বাসটি। এর জেরে হাইওয়ের ধারে উল্টে পড়ে বাসটি। বাসের উপর গিয়ে পড়ে লরিটি।

Bus Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা অযোধ্যায়, লরির ধাক্কায় বাস উল্টে মৃত ৭, আহত ৪০
দুর্ঘটনাগ্রস্ত বাস

Follow Us

অযোধ্যা: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। লরির সঙ্গে মুখোমুখি ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারায় বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের ধারে গিয়ে পড়ে বাসটি। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে বাসের উপরে। এর জেরেই অন্তত ৭ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন প্রায় ৪০ জন। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের অযোধ্যায়। লখনউ-গোরক্ষপুর হাইওয়ের উপরে লরি ও যাত্রীবাহি বাসের মুখোমুখি ধাক্কার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জানা গিয়েছে, লখনউ-গোরক্ষপুর হাইওয়ে দিয়ে যাচ্ছিল ওই বেসরকারি বাসটি। আযোধ্যা থেকে আম্বেদকরনগরে যাচ্ছিল সেই বাস। সে সময়ই উল্টোদিক থেকে আসা একটি লরিতে ধাক্কা মারে বাসটি। এর জেরে হাইওয়ের ধারে উল্টে পড়ে বাসটি। বাসের উপর গিয়ে পড়ে লরিটি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় জেলা প্রশাসনের আধিকারিকরা। তাঁরা এসে উদ্ধার কাজ শুরু করে। ডজন খানেক অ্যাম্বুল্যান্সে করে আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনা নিয়ে সেখানকার জেলাশাসক নীতীশ কুমার বলেছেন, “এক ডজন অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।” অযোধ্যার প্রধান মেডিক্যাল অফিসার ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ৪০ জন আহত বলে জানিয়েছেন।

ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবার দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। তবে কেন এই দুর্ঘটনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article