Accident: টিনের কৌটোর মতো দুমড়ে গেল ইনোভা, ভিতর থেকে চুইয়ে পড়ছে রক্ত, একটা ভুলেই শেষ তরতাজা ৭টি প্রাণ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 11, 2023 | 9:52 AM

মধ্য় রাতে আচমকাই দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের সঙ্গে গাড়িটির। সংঘর্ষে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ট্রাকটির সামনে অংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। তাঁরা সকলে একই পরিবারের সদস্য।

Accident: টিনের কৌটোর মতো দুমড়ে গেল ইনোভা, ভিতর থেকে চুইয়ে পড়ছে রক্ত, একটা ভুলেই শেষ তরতাজা ৭টি প্রাণ
দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি।
Image Credit source: Twitter

Follow Us

ডিব্রুগড়:  ঘুটঘুটে অন্ধকার। তার বুক চিরেই সাই সাই করে ছুটছিল বড় ইনোভা গাড়িটি। হঠাৎ সামনে চলে এল ট্রাক। পাশ কাটানোরও সুযোগ মিলল না, তার আগেই মুখোমুখি সংঘর্ষ। ট্রাক-গাড়ির সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের সাতজনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অসমের ডিব্রুগড়ে।

রবিবার রাতে ডিব্রুগড়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে আসছিল ইনোভা গাড়িটি। গাড়ির নম্বর প্লেটটি হরিয়ানার হলেও, যাত্রীরা সকলে গুয়াহাটির বাসিন্দা ছিলেন বলেই জানা গিয়েছে। মধ্য় রাতে আচমকাই দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের সঙ্গে গাড়িটির। সংঘর্ষে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ট্রাকটির সামনে অংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। তাঁরা সকলে একই পরিবারের সদস্য। গাড়িতে আরও দুইজন ছিলেন, তাদের ডিব্রুগড়ের অসম মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “রাতে হঠাৎ আমরা বিকট একটা শব্দ শুনতে পাই। তারপরই আর্তচিৎকার ভেসে আসে। সেই আওয়াজ শুনেই আমরা বেরিয়ে দেখি ট্রাক ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরাই আহতদের গাড়ি থেকে বের করি। পুলিশে খবর দেওয়া হয়। এই এলাকায় আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। মূলত দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্যই অধিকাংশ দুর্ঘটনা ঘটে। প্রশাসনের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি।”

Next Article