নয়া দিল্লি: সোমবার (৯ জানুয়ারি) ফের এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল রাজধানী দিল্লি। আবারও এক মহিলার সঙ্গে ঘটল নির্মম ঘটনা। দিল্লির বাওয়ানা এলাকায় পেট্রোল ঢেলে এক সাত মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ওই মহিলা গুরুতর দগ্ধ অবস্থায় নিকটবর্তী এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে, তবে অবস্থা আশঙ্কাজনক। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতি মালিওয়াল এই ঘটনা সম্পর্কে টুইট করে উদ্বেদ প্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, “বাওয়ানায় পেট্রোল ঢেলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সাত মাসের অন্তঃসত্ত্বা এক মহিলার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। মহিলা গুরুতর দগ্ধ হয়েছেন এবং হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। আমরা এই ঘটনার বিষয়ে দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছি এবং নির্যাতিতা মহিলাকে সব ধরনের সাহায্য দিচ্ছি।”
জানা গিয়েছে, ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে গত ৬ জানুয়ারি। সংবাদ সংস্থা আইএএনএস-কে দিল্লি মহিলা কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, কমিশনে এক ২৬ বছর বয়সী এক মহিলাকে তার স্বামী হত্যার চেষ্টা করেছেন বলে একটি অভিযোগ জমা পড়েছে। ওই আধিকারিক বলেছেন, “নির্যাতিতার ভাই কমিশনকে জানিয়েছেন, তাঁদের পরিবার দিল্লির টিকরি কালানে থাকে। ৮ মাস আগে অভিযুক্তের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়েছিল। অভিযুক্ত বাওয়ানার বাসিন্দা। বিয়ের পর থেকেই তাঁর বোনের স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন তাঁর বোনকে বিভিন্নভাবে হেনস্থা করা শুরু করেছিল। নির্যাতিতার ভাইয়ের আরও অভিযোগ, গত ৬ জানুয়ারি, তাঁর বোনের স্বামী এবং শ্বশুরবাড়ির আত্মীয়রা তাঁর বোনকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিল। কমিশনকে জানানো হয়েছে, নির্যাতিতা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে সফদরজং হাসপাতালে ভর্তি আছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক।”