Tamil Nadu News: ওগুলো কী চিকচিক করছে? চকোলেট পাউডারের কৌটো খুলতেই তাজ্জব আধিকারিকরা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 09, 2023 | 6:27 PM

Tamil Nadu News: চকোলেট পাউডারের মধ্যে মিশিয়ে সোনার গুঁড়ো নিয়ে যাচ্ছিলেন যাত্রী। বিমানবন্দরে শুল্ক বিভাগের আধিকারিকদের হাতে পড়লেন ধড়া।

Tamil Nadu News: ওগুলো কী চিকচিক করছে? চকোলেট পাউডারের কৌটো খুলতেই তাজ্জব আধিকারিকরা
গ্রাফিক্স সৌজন্যে: অভীক দেবনাথ

Follow Us

চেন্নাই: চকচক করলেই সোনা হয়! তবে প্রবাদ বাক্য বলে অন্য কথা। চকচক করলেই সোনা হয় না। এইবার সেই প্রবাদ বাক্যের উল্টোটাই দেখা গেল তিরুচিরাপল্লি বিমানবন্দরে। চকোলেট পাউডারের মধ্যে কিছু চকচক করছে দেখেই সন্দেহ জেগেছিল শুল্ক দফতরের আধিকারিকদের। শেষ পর্যন্ত সেই সন্দেহেই পড়ল সিলমোহর। দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকেই মিলল সোনার হদিশ। তবে যেভাবে তা পাওয়া গেল তাতে মুখ হা শুল্ক আধিকারিকদেরও। চকোলেট পাউডারের মধ্য়ে সোনার গুঁড়ো নিয়ে আসা হয়েছে। আর তা দেখেই তাজ্জব আধিকারিকরা। তবে ওই যাত্রী শুল্ক বিভাগের চোখে ধূলো দেওয়ার চেষ্টা করলেও তা সফল হল না। শেষ পর্যন্ত তাঁকে ধরা পড়তেই হল।

রবিবার এক আধিকারিক জানিয়েছেন, তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২১.৫৫ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক বিভাগ। দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে তামিলনাড়ু এসেছিলেন ওই যাত্রী। বিমানবন্দরে চেকিংয়ের সময় তাঁকে আটকায় শুল্ক বিভাগের আধিকারিকরা। চেকিংয়ের সময় ওই যাত্রীর ব্যাগ খুলতেই মেলে চকোলেট পাউডারের তিনটি কৌটো। সেই পর্যন্ত সবটাই ঠিক ছিল। তবে চকোলেট পাউডারের কৌটো খুলতেই থ আধিকারিকরা। চকোলেট পাউডারের মধ্যেই হলুদ রঙের কী একটা চিকচিক করছে যেন। তাতেই হয় সন্দেহ। আসলে ওই যাত্রী শুল্ক বিভাগের আধিকারিকদের ফাঁকি দিতেই চকোলেট পাউডারের মধ্যে গুঁড়ো আকারে সোনা মিশিয়ে এনেছেন।

ওই যাত্রীর কাছ থেকে ২১১ গ্রামের ২৪ ক্যারেট সোনা উদ্ধার করেছেন আধিকারকিরা। তাঁর চেক-ইন ব্যাগেজে ১৭৫ গ্রামের একটি সোনার চেইনও উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার মোট মূল্য হবে ২১.৫৫ লক্ষ টাকা। তবে এটাই প্রথম নয়। কুর্তার ভিতরে লুকিয়ে সোনা আনা, মুখের ভিতরে লুকিয়ে সোনা পাচারের ঘটনা মাঝে মধ্য়েই পাওয়া যায়। এদিকে এই সোনা উদ্ধার নিয়ে পরবর্তী তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Next Article