AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patient Death: ৪ ঘণ্টা ধরে এমার্জেন্সিতে পড়ে বৃদ্ধ, অক্সিজেন বা বেড তো দূর, ডাক্তাররা ঘুরেও দেখলেন না! মর্মান্তিক পরিণতি হল শেষে

Patient Death: তাঁর পরিবারের দাবি, প্রায় চার ঘণ্টা ধরে তাঁরা হাসপাতালে অপেক্ষা করছিলেন, কিন্তু কোনও চিকিৎসক দেখতে আসেননি। অসুস্থ বৃদ্ধকে স্ট্রেচারেই শুইয়ে রাখা হয়েছিল।

Patient Death: ৪ ঘণ্টা ধরে এমার্জেন্সিতে পড়ে বৃদ্ধ, অক্সিজেন বা বেড তো দূর, ডাক্তাররা ঘুরেও দেখলেন না! মর্মান্তিক পরিণতি হল শেষে
প্রতীকী চিত্র।Image Credit: X
| Updated on: Aug 03, 2025 | 8:30 AM
Share

লখনউ: হাসপাতালের গেটেই অপেক্ষা করতে করতে মৃত্যু বৃদ্ধের। উঠল চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ। সারা রাত ধরে পরিবারের সদস্যরা ঘুরেছেন একের পর এক জায়গায়, তবুও জোগাড় করতে পারেননি অক্সিজেন সিলিন্ডার যুক্ত একটি বেডের। শ্বাসকষ্ট হয়েই মৃত্যু হল ৭০ বছরের বৃদ্ধের।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউতে। কাশী প্রসাদ গোস্বামী নামক ওই বৃদ্ধের শ্বাসকষ্ট হচ্ছিল। পরিবারের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অক্সিজেন দিয়ে তাঁকে স্থিতিশীল করেন। এরপর কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে তাঁকে রেফার করা হয়।

সঙ্গে সঙ্গেই বৃদ্ধকে ওই সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে বারবার অনুরোধ করা  সত্ত্বেও একটা বেড বা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা সম্ভব হয়নি।

তাঁর পরিবারের দাবি, প্রায় চার ঘণ্টা ধরে তাঁরা হাসপাতালে অপেক্ষা করছিলেন, কিন্তু কোনও চিকিৎসক দেখতে আসেননি। অসুস্থ বৃদ্ধকে স্ট্রেচারেই শুইয়ে রাখা হয়েছিল। হাসপাতালের কর্মীরা কেবল বলে গিয়েছেন, কোনও বেড নেই। এমনকী, বৃদ্ধের অবস্থার অবনতি হলেও তাঁকে কেউ দেখেননি।

শেষে নিরুপায় হয়ে তারা আবার বেসরকারি হাসপাতালেই ফিরে আসেন। সেখানে চিকিৎসা চলাকালীন বৃদ্ধের মৃত্যু হয়। পরিবারের তরফে দুই হাসপাতালের বিরুদ্ধেই চিকিৎসা ও কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। সরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, ভেন্টিলেটর বেড না থাকায় ওই বৃদ্ধকে ভর্তি নেওয়া সম্ভব হয়নি।