এক দিনে ৭৫ লক্ষ ভ্যাকসিনের রেজিস্ট্রেশন, অ্যাপ নিয়ে ধোঁয়াশা কাটালেন কো-উইন কর্তা

Apr 28, 2021 | 10:46 PM

কো-উইন অ্যাপ (Co-win app) নিয়ে সমস্যার কথা এ দিন জানিয়েছেন অনেকেই। যদিও কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যেই রেজিস্টার করেছেন।

এক দিনে ৭৫ লক্ষ ভ্যাকসিনের রেজিস্ট্রেশন, অ্যাপ নিয়ে ধোঁয়াশা কাটালেন কো-উইন কর্তা
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণের জন্য বুধবার থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন বা নথিভুক্তকরনের প্রক্রিয়া। এ দিন বিকেল ৪ টে থেকে রেজিস্ট্রেশনের জন্য খুলে দেওয়া হয় কো উইন অ্যাপ (Co-win app)। শুরুতেই এত বেশি মানুষ রেজিস্টার করার চেষ্টা করেন যে অ্যাপের সার্ভার বিকল হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কার্যকর হয় সেই অ্যাপ। এক দিনে ৭৫ লক্ষ মানুষ টিকাকরণের জন্য রেজিস্টার করেছেন বলে জানালেন কো-উইন কর্তা।

প্রাথমিকভাবে ওটিপি আসার ক্ষেত্রে কিছু সমস্যা হলেও, পরে সেই সমস্যার সমাধান হয়ে যায়। এরপর প্রথম ঘণ্টাতেই ৩৫ লক্ষ মানুষ রেজিস্টার করেন। তবে কোনও কোনও গ্রাহক টিকাকরণের জন্য হাসপাতাল খুঁজে পাননি। এই প্রসঙ্গে ‘ন্যাশনাল হেলথ অথরিটির সিইও’ তথা কো-উইন অ্যাপের কর্ণধার আর এস শর্মা জানিয়েছেন, রেজিস্টার করার সময় হাসপাতাল না পাওয়া গেলেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় হাসপাতাল ঠিক পেয়ে যাবেন প্রত্যেকে।

রাজ্যের উপর নির্ভর করছে ভ্যাকসিনের স্লট:

আর এস শর্মা জানিয়েছেন, কোন স্লট মিলবে সেটা নির্ভর করছে রাজ্য এবং বেসরকারি হাসপাতালে ওপর। রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালগুলো যখন তাদের টিকাকরণ কেন্দ্র ও ভ্যাকসিনের দাম নির্দিষ্ট করবে, তখনই সাধারণ মানুষ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সম্ভবত মে মাসে সেই সমস্ত তথ্য দেবে রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলো।

আরও পড়ুন: টনক নড়ল সেরামের, ‘জীবন বাঁচাতে’ টিকার দাম কমালেন পুনাওয়ালা

রেজিস্ট্রেশনও অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর তফাৎ কি?

বুধবার রেজিস্ট্রেশন শুরু হ্ওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমস্যার কথা জানান। এরপর অনেকে জানান, তাঁরা রেজিস্টার করতে পারলেও কোনও স্লট পাচ্ছেন না। কো উইন কর্তা জানাচ্ছেন রেজিস্ট্রেশনে সময় নয়, অ্যাপয়েন্টমেন্ট বুকিং -এর সময় স্লট পাওয়া যাবে।

রেজিস্ট্রেশনের পর দ্বিতীয়বার এই অ্যাপে লগ ইন করলে আবার আপনাকে আপনার ফোন নম্বর দিতে হবে ও সেখানে ওটিপি আসবে। তখনই আপনার কাছে সরাসরি খুলে যাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং-এর জায়গা। সেখান থেকেই হাসপাতাল, দিনক্ষণ নির্দিষ্ট করা যাবে।

Next Article