আগ্রা: মুখ্যমন্ত্রী অক্সিজেনের ঘাটতি নেই বলে দাবি করলেও রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগী মৃত্যু লেগেই রয়েছে। উত্তর প্রদেসোর মিরাটের পর এ বার আগ্রাতেও একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হল আটজন করোনা রোগীর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগ্রার পরস হাসপাতালে গতকাল অক্সিজেনের অভাব দেখা যায়। গুরুতর অসুস্থ আটজন করোনা রোগী অক্সিজেনের অভাবে মারা যান। হাসপাতালের তরফেও অক্সিজেনের ঘাটতির কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক প্রভু সিং বলেন, “গত ২৪ ঘণ্টায় অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে, তবে কিছু সময়ের মধ্যেই তার সমাধান করা যাবে। আচমকা রোগী সংখ্যা বৃদ্ধি পাওয়াতেই সমস্যার সৃষ্টি হয়েছে। জেলায় বর্তমানে চার হাজারেরও বেশি সক্রিয় রোগী রয়েছে, সুতরাং বেডের ঘাটতি হওয়া উচিত নয় আমাদের তথ্য অনুযায়ী, এখনও দুই হাজার বেড ফাঁকা রয়েছে।।”
অন্যদিকে, বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে যে, করোনা রোগী ভর্তি করালে নিজেদেরই অক্সিজেন সিলিন্ডারের ব্যববস্থা করতে হবে। কোথাও আবার বেড নেই বলে রোগী ভর্তিও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রভা হাসপাতালের তরফে রোগীর পরিবারদেরই খালি সিলিন্ডার ও রোগী সংক্রান্ত একটি চিঠি ধরিয়ে অক্সিজেন আনতে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: শাহি স্নান মিটতেই ৫ হাজার পার করল দৈনিক আক্রান্ত, হরিদ্বার জুড়ে জারি কার্ফু