J&K accident: মোড় ঘুরতে গিয়েই বিপত্তি, খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস! মৃত কমপক্ষে ৮

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 28, 2021 | 12:40 PM

Bus Fell into Gorge in Doda: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থাতরি থেকে ডোডায় যাচ্ছিল ওই মিনিবাসটি। আচমকাই সুই গোয়ারির কাছে একটি মোড় থেকে খাদে পড়ে যায় বাসটি।

J&K accident: মোড় ঘুরতে গিয়েই বিপত্তি, খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস! মৃত কমপক্ষে ৮
চলছে উদ্ধারকার্য। ছবি: টুইটার

Follow Us

কাশ্মীর: ভয়াবহ দুর্ঘটনা (Accident) উপত্যকায়। খাদে পড়ে গেল যাত্রীবাহী একটি বাস (Tourist Bus)। ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এ দিন  সকালেই জম্মু-কাশ্মীরের থাতরি-ডোডা রোডে (Thatri-Doda Road) সুই গোয়ারির কাছে একটি খাদে বাসটি পড়ে যায়। শেষ খবর পাওয়া অবধি এখনও উদ্ধারকার্য চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থাতরি থেকে ডোডায় যাচ্ছিল ওই মিনিবাসটি। আচমকাই সুই গোয়ারির কাছে একটি মোড় থেকে খাদে পড়ে যায় বাসটি। স্থানীয় বাসিন্দারা বাসটি পড়ে যেতে দেখেই পুলিশে খবর দেয় এবং উদ্ধারকার্য শুরু করে। চেনাব নদীর তীরে উল্টো হয়ে পড়ে থাকা বাস থেকে তারা একে একে যাত্রীদের বের করে আনেন। এখনও অবধি মোট আটটি দেহ উদ্ধার করা হয়েছে।  আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

দুর্ঘটনার কারণ এখনও সঠিকভাবে জানা না গেলেও পুলিশের মতে, পাহাড়ের বাঁকে ঘুরতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে বাসটি। স্থানীয় বাসিন্দা, উদ্ধারকারী দলের পাশাপাশি ইতিমধ্যেই ভারতীয় সেনার জওয়ানরাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এদের মধ্য়ে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে লেখেন, “জম্মু-কাশ্মীরের থাতরি-ডোডায় দুর্ঘটনার খবরে অত্যন্ত দুঃখিত। এই কঠিন সময়ে আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি।”

প্রধানমন্ত্রী নিহত ও আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের মাথাপিছু ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও টুইটে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “ডোডা-থাতরিতে মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে জানতে পারলাম। ডোডার শীর্ষ আধিকারিক বিকাশ শর্মার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন আহতদের জিএমসি ডোডায় নিয়ে যাওয়া হয়েছে। যা কিছু সাহায্যের প্রয়োজন হবে, তা দেওয়া হবে। নিহত আটজনের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

আরও পড়ুন: Mumbai Cruise Drug Case: ‘কল রেকর্ড দেখলেই জানা যাবে কত টাকার প্রস্তাব পেয়েছে’, গ্রেফতারির আগেই ভিডিয়ো বার্তা গোসাভির 

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দ্রুত যেন উদ্ধারকার্য শুরু করা হয়। নিহতদের পরিবারকে যা কিছু প্রয়োজনীয় সাহায্য করা এবং আহতদের সেরা চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন তিনি।

আরও পড়ুন: Trekkers Death In Uttarakhand: আর একটু হলেই বরফের নীচে চাপা পড়ে যাচ্ছিল শরীরগুলো! নিখোঁজ ৩ ট্রেকারের দেহ

Next Article