AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেয়ের স্বপ্নে এসেছিল ‘বাবা’, ৫০০ কিমি পথ উজিয়ে দ্বারকার মন্দির থেকে শিবলিঙ্গ চুরি করল গোটা পরিবার! তারপর যা হল…

Shiva Linga Stolen: দ্বারকায় তীর্থে গিয়েছিল গোটা পরিবার। বীরভঞ্জন শিবের মন্দিরই ছিল তাদের গন্তব্য। একদিন দর্শনে আশ মেটেনি, প্রতিদিনই যাচ্ছিলেন মন্দিরে। হঠাৎ একদিন হইচই। চুরি গিয়েছে মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। বাকি ভক্তদের মতো ওই পরিবারকেও সন্দেহ করেনি কেউ।

মেয়ের স্বপ্নে এসেছিল 'বাবা', ৫০০ কিমি পথ উজিয়ে দ্বারকার মন্দির থেকে শিবলিঙ্গ চুরি করল গোটা পরিবার! তারপর যা হল...
এই শিব মন্দির থেকেই শিবলিঙ্গ চুরি করে আনে পরিবার।Image Credit: X
| Updated on: Mar 01, 2025 | 1:46 PM
Share

আহমেদাবাদ: জাগ্রত শিব মন্দির। দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন তাদের মনষ্কামনা নিয়ে। কিন্তু শিবের পুজো হবে কী করে, মন্দির থেকে চুরি হয়ে গেল আস্ত শিবলিঙ্গই। চারিদিকে হইচই। দানবাক্স বা গহনাগাটি কিছু নয়, শুধু শিবলিঙ্গ-ই কেউ কেন চুরি করবে, তা নিয়ে পড়ে গেল শোরগোল। শেষে তদন্তে নামল পুলিশ। আর তাতেই যা তথ্য উঠে আসল, তাতে চক্ষু চড়কগাছ। এমনও হতে পারে, কেউ বিশ্বাসই করতে পারছেন না।

দ্বারকায় তীর্থে গিয়েছিল গোটা পরিবার। বীরভঞ্জন শিবের মন্দিরই ছিল তাদের গন্তব্য। একদিন দর্শনে আশ মেটেনি, প্রতিদিনই যাচ্ছিলেন মন্দিরে। হঠাৎ একদিন হইচই। চুরি গিয়েছে মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। বাকি ভক্তদের মতো ওই পরিবারকেও সন্দেহ করেনি কেউ। কিন্তু এর কিছুদিন পরই ওই পরিবারের বাড়িতে হল শিবের রাজ্যাভিষেক। শিবরাত্রির দিন প্রতিষ্ঠিত হল শিবলিঙ্গ।  দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজনরা এলেন সেই পুজোয়। এদিকে, মুখে মুখে শিব প্রতিষ্ঠার খবর রটতেই বাড়িতে হাজির পুলিশ। গ্রেফতার করা হল পরিবারের ৮ সদস্যকে। তাদের অপরাধ? দ্বারকার মন্দির থেকে শিবলিঙ্গ চুরি করে এনেছে ওই পরিবার।

দ্বারকার বীরভঞ্জন মহাদেব মন্দির থেকেই শিবলিঙ্গ চুরি করে এনেছিল। হঠাৎ শিব চুরি করতে গেলেন কেন? কারণ বাড়ির ছোট্ট মেয়েটা স্বপ্ন দেখেছিল যে শিব তাদের বাড়িতে আসতে চায়। ব্যস, মেয়ের ইচ্ছা পূরণ করতেই গোটা পরিবার ৫০০ কিলোমিটার পথ পেরিয়ে  দ্বারকার ওই মন্দির থেকে শিবলিঙ্গ চুরি করে এনেছিল।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহেন্দ্র মাকওয়নার ভাগ্নি স্বপ্ন দেখেছিল বীরভঞ্জন মহাদেবের। নাবালিকা বলে যে স্বপ্নে দেখা ওই শিবলিঙ্গ আনলে তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তাদের পরিবারে সুখ-সম্মৃদ্ধি আসবে। সেই কারণেই ওই পরিবার গত ফেব্রুয়ারি মাসে গিয়ে বেশ কয়েকদিন ধরে রেইকি করে এবং একদিন সুযোগ বুঝে সকলে মিলে চুরি করে।

মন্দিরের গর্ভগৃহে সিসিটিভি না থাকায় প্রথমে পুলিশকে তদন্তে বেগ পেতে হলেও, পরে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে এবং তাদের সকলকে গ্রেফতার করে।