বারাণসী: উত্তর প্রদেশের বারাণসী-লখনউ হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের। মৃতেরা সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। এই ঘটনায় এক জন শিশু গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। ফুলপুর থানার অন্তর্গত করখৈয়ব এলাকায় একটি লরির সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। এর জেরেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি মৃতদের দেহ সৎকারে সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় মৃতেরা হলেন বিপিন যাদব (৩২), বিপিনের মা গঙ্গা দেবী (৪৮), মহেন্দ্র পাল (৪৩), তাঁর স্ত্রী চন্দ্রকালী (৪০), দামোদর প্রসাদ (৩৫), তাঁর স্ত্রী নির্মলা দেবী (৩২), রাজেন্দ্র (৫৫) এবং গাড়ির চালক আনন্দ (২৪)। এদের সকলেরই বাড়ি পিলভিটে। সেখান থেকে বারাণসী আসছিলেন তাঁরা। সে জন্য গাড়িটি ভাড়া করেছিলেন। জৌনপুরের দিকে যখন তাঁরা যাচ্ছিলেন, সে সময়ই এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ওই পরিবারের সদস্য ৯ বছরের দামোদর প্রসাদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিজনের অস্থিভস্ম বারাণসীর গঙ্গায় ভাসাতে সেখানে আসছিলেন তাঁরা। কিন্তু লরির সঙ্গে দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে একই পরিবারের ওই সদস্যদের। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক লরির চালক পতালক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।