Mumbai Fire: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৮০০-র কাছাকাছি ঝুপড়ি, ঘরছাড়া বহু, মৃত ১

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 14, 2023 | 7:17 AM

Mumbai Fire: মহারাষ্ট্রের মালাদে বসতি এলাকায় ভয়াবহ আগুন। মৃত্যু হয়েছে ১ জনের।

Mumbai Fire: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৮০০-র কাছাকাছি ঝুপড়ি, ঘরছাড়া বহু, মৃত ১
ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

মুম্বই: ভয়াবহ জোড়া অগ্নিকাণ্ড মুম্বইয়ে। সোমবার সকাল ১১ টা নাগাদ ওশিওয়াড়া ফার্নিচার মার্কেটে লেভেল ৩ আগুন লাগে বলে জানা যায়। ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন ও ৬ টি বড় জলের ট্যাঙ্ক ঘটনাস্থলে যায়। তাদের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫ টার মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় মুম্বই দমকল বাহিনী। অগ্নিকাণ্ডের খবর আসে। গতকাল বিকেল ৪ টে ৫০ মিনিটে মালাদে (পূর্ব) কুরার গ্রামের আপ্পাপারা বস্তিতে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ড ভয়াবহ। প্রথম অগ্নিকাণ্ডের থেকে অভিঘাতও বেশি তার। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

দমকল বাহিনী ও বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, আপ্পাপারা বস্তিতে আগুন লেগে প্রায় ৮০০ থেকে ১০০০ টি ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই অনুযায়ী, এলপিজি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকেই এই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনেই পুড়ে ছাই হয়ে যায় কয়েকশো ঝুপড়ি। ঘটনাস্থলে ১২ টি দমকল বাহিনী ও ৮ টি বড় বড় জলের ট্যাঙ্কার ঘটনাস্থলে পৌঁছে যায়। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তল্লাশি অভিযানে একটি মৃতদেহ উদ্ধার হয়। সেই মৃতদেহ যোগেশ্বরীতে এইচবিটি ট্রমা কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। বিএমসি ও এমএফবি যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করছে। এদিকে অ্য়াসিসট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার কিরণ দিঘাভকর সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে প্রায় দেড় হাজারের কাছাকাছি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ৮০০ টির কাছাকাছি ঝুপড়ি পুড়ে যাওয়ায় ঘরছাড়া হয়েছেন বহু। তাঁদের জন্য প্রশাসনের তরফে সাময়িকভাবে আশ্রয় ও খাবারের আয়োজন করা হয়েছে।

Next Article