নয়া দিল্লি: ভারতে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার, রেল ভারতের পরিবহনের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই যাত্রী নিরাপত্তায় এ বার আরও বেশি জোর দিল রেল। দেশের ৮১৩ টি রেল স্টেশনে বসল সিসিটিভি। ‘রেলটেল’ নামক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই সিসিটিভি বসিয়েছে রেল। ২০২২-এর মার্চ মাসের মধ্যে আরও ৪৭টি স্টেশনে সিসিটভি বসানো হবে বলে জানা গিয়েছে।
এই প্রজেক্টে এ১, এ, বি, সি, ডি কিংবা ই ক্যাটাগরির রেল স্টেশনগুলিতে সিসিটিভি বসাতে উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ৫০০০ স্টেশনে বসানো হবে বলে জানা গিয়েছে। ২০২০-র জুনে ‘রেলটেল’-এর সঙ্গে রেলের চুক্তি হয়। নিরাপত্তার পাশাপাশি দেশীয় উৎপাদনেও গুরুত্ব দেওয়া হয়েছে ক্ষেত্রে।
আরও পড়ুন: ‘দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি’, রিভেঞ্জ ট্রাভেল সম্পর্কে সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রক
অপটিক্যাল ফাইবার দিয়ে জোড়া হয়েছে সিসিটিভি-র নেটওয়ার্ক। আরপিএফ পোস্টগুলিতে দেখা যাবে সেই ক্যামেরার ছবি। শুধু তাই নয় জোন বা ডিভিশন স্তরে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা রাখা হবে। নিরাপত্তা জোরদার করতে তিনটি স্তরে সিসিটিভি ফুটেজের ফিড যাবে। কন্ট্রোলরুম থেকে সেগুলিতে নজর রাখা হবে। যাতে গোটা রেল স্টেশন চত্বরের ওপর নজরদারি চালানো যায়, তার জন্য চার রকমের ক্যামেরা বসানো হচ্ছে, ডোম, টিল্ট, প্যন টিল্ট ও আল্ট্রা এইচডি-৪কে।
এ দিকে, ট্রেন এখনও পুরোপুরি চালু হয়নি অনেক রাজ্যেই। কোভিড পরিস্থিতির জেরে বাংলাতেও বন্ধ আছে লোকাল ট্রেন। এরই মধ্যে গোটা দেশের পাশাপাশি এ বার পূর্ব রেলও শুরু করতে চলেছে ‘ক্লোন ট্রেন’ চালানো। করোনাকালে একাধিক রুটে দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে বাকি শাখার মতো পূর্ব রেলেও ‘ক্লোন ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত যে যে রুটে টিকিটের চাহিদা অত্যন্ত বেশি, সেই রুটগুলিকে বেছে নিয়ে সেখানে ক্লোন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।