দেহরাদুন: উত্তরাখণ্ডে তুষারধসে মৃত্যু হল ৯ জনের। জানা গিয়েছে, মঙ্গলবার উত্তরকাশী জেলার দ্রৌপদী কা ডান্ডা পিকে তুষারধস নামে। নেহেরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের তরফে জানানো হয়েছে, ধসের জেরে ৯ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ ২২ জন।
এদিন নেহেরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, তুষারধসে বেশ কয়েকজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। গত ৪ ও ৫ অক্টোবর ৪টি দেহ উদ্ধার করা হয়েছিল। এদিন আরও ৫টি দেহ উদ্ধার করা হয়েছে। এখনও অবধি মোট ৯জনের দেহ উদ্ধার করা হয়েছে। ২৯ জন পর্বতারোহী এখনও তুষারধসে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে, এদের মধ্যে ২২ জনই নিখোঁজ।
Uttarkashi avalanche disaster | A total of 9 bodies have been recovered, including four that were brought down on Oct 4 & 5 that were retrieved today. As many as 29 trainees are still stranded: Nehru Institute of Mountaineering pic.twitter.com/aFUeAcxK28
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 6, 2022
তুষারধস নামার পরই ভারতীয় সেনাবাহিনীকে খবর দেওয়া হয়, উদ্ধারকাজ শুরু করে সেনা বাহিনী। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর, জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে, দ্রৌপদী কা ডান্ডা পিক থেকে দেহগুলি উদ্ধার করে মাতালি হেলিপ্যাডে নিয়ে আসা হবে। মোট ৯টি দেহ নিয়ে আসা হবে।
Rescue op is underway to help mountaineers trapped in Uttarakhand avalanche. IAF has deployed two helicopters from Sarsawa and one from Bareilly for the op. So far, 14 mountaineers have been rescued from the Base Camp located at about 12000 ft to Matli helipad by the IAF. pic.twitter.com/CyDjcZt9Qe
— CAC, IAF (@CAC_CPRO) October 5, 2022
আইটিবিপি, এসডিআরএফ, এনডিআরএফ একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে। উত্তরাখণ্ডের মাতালি ক্যাম্প থেকেব আইটিবিপি জওয়ানদের আরও কয়েকটি দল পাঠানো হয়েছে। হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুলের তরফেও উদ্ধারকাজে সাহায্য করা হয়েছে। ১৬ হাজার ফিট উচ্চতায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। এদিন সকালেই হেলিকপ্টারের ট্রায়াল ল্যান্ডিং করা হয়েছে। জম্মু-কাশ্মীরের গুলমার্গ থেকেও একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।
এদিকে, তুষারধস নামার পর থেকেই উত্তরকাশী জেলা প্রশাসনের তরফে আপাতত ট্রেকিং বন্ধ রাখা হয়েছে। আগামী তিনদিন কোনও পর্বতারোহীদেরই পাহাড়ে ওঠার অনুমতি দেওয়া হবে না। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী আকাশপথে এলাকা পরিদর্শন করে দেখেন।