মাছ ভাজা আর মদ! শিক্ষামূলক ভ্রমণে পড়ুয়ারা দেখল শিক্ষকদের মাতলামি, যোগ দিলেন প্রধান শিক্ষকও

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 30, 2024 | 8:56 AM

Protest Against Teachers: কোশী ব্যারেজে নিয়ে যাওয়া হয়েছিল ৪৫ জন পড়ুয়াকে। সেখানে পড়ুয়াদের উপরে নজরদারি করার বদলে, শিক্ষকরা মাছভাজা দিয়ে মদ্যপান করতে শুরু করেন। ট্যুর শেষে বাসে ফেরার সময় তুমুল হই-হট্টগোল করেন মত্ত শিক্ষকরা।

মাছ ভাজা আর মদ! শিক্ষামূলক ভ্রমণে পড়ুয়ারা দেখল শিক্ষকদের মাতলামি, যোগ দিলেন প্রধান শিক্ষকও
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

পটনা: শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অভব্য আচরণ শিক্ষকের। ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল ট্রিপে গিয়ে দেদার মদ্যপান শিক্ষকদের। মত্ত হয়ে করলেন অশান্তিও। এমনকী, এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগও উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ছাত্ররা প্রতিবাদ করতেই শিক্ষক চড়াও হন। পরে এই ঘটনা জানতে পেরে অভিভাবকরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন। সরকারি স্কুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

ঘটনাটি ঘটেছে বিহারের সাহারসায়। বিহার দর্শন যোজনার অধীনে শিক্ষামূলক ভ্রমণে ভীমনগরের কোশী ব্যারেজে নিয়ে যাওয়া হয়েছিল ৪৫ জন পড়ুয়াকে। সেখানে পড়ুয়াদের উপরে নজরদারি করার বদলে, শিক্ষকরা মাছভাজা দিয়ে মদ্যপান করতে শুরু করেন। ট্যুর শেষে বাসে ফেরার সময় তুমুল হই-হট্টগোল করেন মত্ত শিক্ষকরা। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে পড়ুয়ারা। এই নিয়ে শিক্ষকদের সঙ্গে তাদের কথা কাটাকাটিও হয়।

পড়ুয়াদের একাংশের অভিযোগ, এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণও করেন এক শিক্ষক। বাস স্কুলে ফেরার পর অভিভাবকরা এই বিষয়ে জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন। স্কুলেই তালাবন্দি করে রাখা হয় শিক্ষকদের।

রাজ্যের শিক্ষা দফতরে এই ঘটনার খবর যেতেই পদক্ষেপ করা হয়। অভিযুক্ত শিক্ষকদের শোকজ করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তদের মধ্যে স্কুলের হেডমাস্টার যেমন রয়েছেন, তেমনই একজন স্থায়ী শিক্ষক ও সাতজন চুক্তিভিত্তিক শিক্ষকও রয়েছেন।

Next Article