মাত্র ৯ বছরে হার্ট অ্যাটাক! টিফিন বাক্স খুলতেই একের পর এক অ্যাটাক, নিমেষেই সব শেষ
Heart Attack: স্কুলের প্রিন্সিপালের কথা অনুযায়ী, ক্লাসরুমে পড়ুয়ারা বসেই টিফিন খাচ্ছিল, হঠাৎ টিফিন বাক্স খুলতে খুলতেই ওই কিশোরী অজ্ঞান হয়ে যায়।

জয়পুর: এমনও হয়? চতুর্থ শ্রেণির পড়ুয়া টিফিন টাইমে খাবারের বাক্স খুলতেই লুটিয়ে পড়ল ৯ বছরের কিশোরী। হার্ট অ্যাটাক হয়েই কিশোরীর মৃত্যু হয়েছে বলে অনুমান। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিখর জেলায়। আদর্শ বিদ্যা মন্দির স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত প্রাচী কুমাওয়াত। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ স্কুলের টিফিন টাইমে এই ঘটনা ঘটে। স্কুলের প্রিন্সিপালের কথা অনুযায়ী, ক্লাসরুমে পড়ুয়ারা বসেই টিফিন খাচ্ছিল, হঠাৎ টিফিন বাক্স খুলতে খুলতেই ওই কিশোরী অজ্ঞান হয়ে যায়। মাটিতে গড়িয়ে পড়ে যায় কিশোরী। সঙ্গে সঙ্গেই মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর এসকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়ার সময়ই কিশোরীর আবার হার্ট অ্যাটাক হয়। অ্যাম্বুল্যান্সের মধ্যেই কিশোরীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনুমান, কিশোরীর একাধিকবার হার্ট অ্যাটাক হয়েছিল। তার জেরেই মৃত্যু হয়েছে। তবে কীভাবে এত অল্প বয়সে হার্ট অ্যাটাক হল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।

