Nashik Murder: গলা কেটে ‘খুন’ নাবালককে, পুঁতে দেওয়া হল শরীরের অর্ধেক অংশ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 24, 2023 | 7:00 AM

Nasik: মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁও টালুকা জেলার ঘটনা। পুলিশ সূত্রে খবর, গত ১৬ জুলাই ঘটনাটি ঘটেছে। সেখানে ন'বছরের নাবালককে খুনের অভিযোগ।

Nashik Murder: গলা কেটে খুন নাবালককে, পুঁতে দেওয়া হল শরীরের অর্ধেক অংশ

Follow Us

নাসিক: মাঠে খেলা করছিল নাবালক। কিন্তু বোঝেনি বিপদ হয়ত এইভাবেই তার পিছু নিয়েছে। গুপ্তধনের খোঁজ ন’বছরের নাবালককে খুনের অভিযোগ চার প্রতিবেশীর বিরুদ্ধে। নৃশংসভাবে খুন করে তাঁর শরীরের অর্ধেক অংশ মাটিতে পুঁতে দিল তাঁরা। ঘটনায় গ্রেফতার সকলে।

মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁও টালুকা জেলার ঘটনা। পুলিশ সূত্রে খবর, গত ১৬ জুলাই ঘটনাটি ঘটেছে। সেখানে ন’বছরের নাবালককে খুনের অভিযোগ।

জানা গিয়েছে, ওই নাবালক বাইরে খেলা করছিল। সেই সময় তাঁকে কিডন্যাপ করা হয়। তারপর নাবালকের গলা কেটে ফেলার অভিযোগ ওঠে। এরপর মৃতদেহটির অর্ধেক শরীর মাটিতে পুঁতে দেওয়া হয়। পুলিশের দাবি, অভিযুক্তরা গুপ্তধনের খোঁজে ছিল। সেই কারণেই নাবালককে খুন করা হয়েছে।

Next Article