Rajasthan Sacked Minister: ‘মুখ্যমন্ত্রী জেলে থাকতেন যদি…’, বোমা ফাটালেন বরখাস্ত হওয়া মন্ত্রী, হদিস দিলেন ‘লাল ডায়েরি’রও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 24, 2023 | 6:42 AM

Ashok Gehlot: রাজস্থানের ঝুনঝুনুতে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র গুদ্ধা বলেন, "যদি রাজেন্দ্র গুদ্ধা না থাকত, তবে মুখ্যমন্ত্রী জেলে থাকতেন..."।

Rajasthan Sacked Minister: মুখ্যমন্ত্রী জেলে থাকতেন যদি..., বোমা ফাটালেন বরখাস্ত হওয়া মন্ত্রী, হদিস দিলেন লাল ডায়েরিরও
অশোক গেহলট।
Image Credit source: PTI

Follow Us

জয়পুর: বেফাঁস মন্তব্য করে খুইয়েছেন মন্ত্রী পদ। সরকারের এই সিদ্ধান্তের পরই আরও চটলেন কংগ্রেস বিধায়ক। এবার মুখ খুললেন সরাসরি মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধেই। সম্প্রতিই রাজস্থানে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে কংগ্রেস (Congress) শাসিত সরকারের দিকেই আঙুল তুলেছিলেন দলের বিধায়ক রাজেন্দ্র গুদ্ধা (Rajendra Guddha)। তাঁর ওই মন্তব্যে বিতর্ক তৈরি হতেই দলের তরফে রাতারাতি তাঁকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে রবিবার কংগ্রেস বিধায়ক জানান, অতীতে তিনি একাধিকবার মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gehlot)কে বিপদ থেকে বাঁচিয়েছেন। কিন্তু দল তাঁকে একবারও ব্যাখ্য়া দেওয়ার সুযোগ দেয়নি, তার আগেই মন্ত্রীপদ থেকে বরখাস্ত করে দেওয়া হয়।

রবিবার রাজস্থানের ঝুনঝুনুতে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র গুদ্ধা বলেন, “যদি রাজেন্দ্র গুদ্ধা না থাকত, তবে মুখ্যমন্ত্রী জেলে থাকতেন…”।  মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি আরও বলেন, “যদি আপনি (মুখ্যমন্ত্রী) একবার বলতেন, আমি ইস্তফা দিয়ে দিতাম। আপনার আমায় ফোন করা এবং নোটিস দেওয়া উচিত ছিল।”

কংগ্রেস বিধায়ক দাবি করেন, যখন কংগ্রেস নেতা ধর্মেন্দ্র রাঠোরের বিরুদ্ধে ইডি ও আয়কর বিভাগ অভিযান শুরু করেছিল, সেই সময় তিনি ওই নেতার বাড়ি থেকে একটি লাল ডায়েরি উদ্ধার করে এনেছিলেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমায় ফোন করেছিলেন এবং বলেছিলেন যেভাবেই হোক আমি যেন ওই লাল ডায়েরি উদ্ধার করে আনি।”

লাল ডায়েরি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা ইঙ্গিত দিলেও, ওই ডায়েরির মধ্যে কী লেখা ছিল, সে সম্পর্কে মুখ খোলেননি বিধায়ক। এদিকে, বিজেপি ওই প্রাক্তন মন্ত্রীর মন্তব্য়কে হাতিয়ার করেই কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেছে। রাজস্থানে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইট করে বলেন, “রাজেন্দ্র গুদ্ধা এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। একটি লাল ডায়েরির কথা বলেছেন তিনি, যেখানে কংগ্রেস-গেহলট সরকারের কুকীর্তির যাবতীয় নথি রয়েছে। দুর্নীতি ও মহিলাদের বিরুদ্ধে নির্যাতন নিয়ে যারা সত্যিটা জানেন, তারা কি এবার জবাব দেবেন?”

Next Article