BJP Meeting: সোমে দিল্লিতে শুভেন্দু-সুকান্ত-অমিতাভের সঙ্গে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কী নিয়ে আলোচনা হবে?

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Jul 24, 2023 | 12:11 AM

Suvendu Adhikari: এবারে দিল্লি সফরে শুভেন্দু অধিকারী আলাদা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর। সেটা হলে পঞ্চায়েত নির্বাচনের পর এটাই শাহ-নাড্ডার সঙ্গে শুভেন্দুর প্রথম বৈঠক হবে।

BJP Meeting: সোমে দিল্লিতে শুভেন্দু-সুকান্ত-অমিতাভের সঙ্গে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কী নিয়ে আলোচনা হবে?
দিল্লিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব।
Image Credit source: টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি: কেন্দ্রের শাসক ও বিরোধীদের চাপানউতোরে আজ, সপ্তাহের প্রথম দিন উত্তাল হতে চলেছে রাজধানী (Delhi)। মণিপুর ইস্যুতে একদিকে যখন বিরোধীরা সংসদে ধরনায় বসবেন, তখন দিল্লিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠকে বসবেন BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য রবিবার রাতেই দিল্লি উড়ে যান শুভেন্দু অধিকারী। যদিও বৈঠকে আদতে কী নিয়ে আলোচনা হবে, তা দলের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। তবে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বৈঠকের কিছুটা আভাস দিলেন বিরোধী দলনেতা।

দিল্লির বৈঠক প্রসঙ্গে কী বললেন শুভেন্দু?

কলকাতা বিমানবন্দরে ঢোকার মুখে দিল্লি যাওয়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “দলের কিছু কাজ আছে সেই কারণেই যাচ্ছি। পুরোটা দলের অভ্যন্তরীণ বিষয়।”

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাংলায় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ, রাজ্যে সন্ত্রাসের পরিস্থিতি এবং আগামী কর্মসূচির রূপরেখা ঠিক করতে আজ, সোমবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই ওই বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষকেরাও উপস্থিত থাকবেন। যদিও পঞ্চায়েত ভোটের পর আলাদা করে সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। সেই বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের সামগ্রিক ফলাফল এবং দলের পারফরম্যান্স সংক্রান্ত রিপোর্ট শাহের হাতে তুলে দেন সুকান্ত। এরপর রাজ্য বিজেপির তিন শীর্ষনেতাকে একসঙ্গে দিল্লিতে তলব নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার পাশাপাশি লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে কীভাবে সাজানো হবে তা নিয়েও চুলচেরা আলোচনা হবে বলে সূত্রের খবর। জাতীয় স্তরে নতুন বিরোধী জোট গড়ার ফলে রাজনীতির সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। বিশেষত, রাজ্য -রাজনীতিতে বেকায়দায় বাম-কংগ্রেস। এই সুযোগকেই কাজে লাগাতে মরিয়া গেরুয়া শিবির। তথাকথিত বাম ও কংগ্রেসের ভোট ঝুলিতে টানতে রাজ্য বিজেপির প্রচারের রণকৌশল কী হবে তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। তাই এই বৈঠকে উপস্থিত থাকবেন আরএসএস নেতারাও।

অন্যদিকে, এবারে দিল্লি সফরে শুভেন্দু অধিকারী আলাদা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর। যদি সেটা হয় তাহলে পঞ্চায়েত নির্বাচনের পর এটাই শাহ-নাড্ডার সঙ্গে শুভেন্দুর প্রথম বৈঠক হবে। সেক্ষেত্রে ওই বৈঠকও বিশেষ তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Next Article