ছত্তীসগঢ় : হাথরসের ঘা এখনও শুকোয়নি। ঝাড়খণ্ডে ইতিমধ্যেই ১৭ জন মিলে এক তরুণীকে ধর্ষণকাণ্ডে(Gang Rape) রিপোর্ট তলব করেছে মহিলা কমিশন। সেই রেশ কাটতে না কাটতেই ফের ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের9Gang Rape) অভিযোগ উঠল বাঘেলরাজ্য ছত্তীসগঢ়ের(Chhattisgarh) বিলাসপুরে। বুধবার, চার স্থানীয় যুবকের নামে তারবাহার থানায় অভিযোগ করে নাবালিকার পরিবার।
আরও পড়ুন : হাথরসের পর দুমকা! ১৭ জন মিলে ধর্ষণ এক তরুণীকে
পুলিস সূত্রের খবর, শেখ রমজান, সন্দীপ রজক ও শিশু রজক নামের তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিস। তিনজনেই বছর কুড়ির যুবক। এদের মধ্যে রমজান ওই নাবালিকার পূর্বপরিচিত। এদের সঙ্গী আরও এক অভিযুক্ত নাবালক। তাকেও আটক করেছে পুলিস।
আরও পড়ুন : তৈরি হবে ১,০০০ কোটি টাকার নতুন সংসদ ভবন! শিলান্যাস করলেন মোদী
গত সপ্তাহে বেড়াতে নিয়ে যাওয়ার নামে ওই নাবালিকাকে ফুঁসলিয়ে বাড়ির থেকে দূরে একটি পরিত্যক্ত রেল কোয়ার্টারে নিয়ে যায় রমজান।অভিযোগ, সেখানেই নাবালিকাকে ধর্ষণ(Gang Rape) করে রমজান সহ বাকি তিন অভিযুক্ত । গোটা ধর্ষণের একটি ভিডিয়ো নিজের মোবাইলে শ্যুট করে রাখে ধৃত সন্দীপ।পুলিস জানিয়েছে, রবিবার, ভিডিয়োটি সোশ্যাল সাইটে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ফের নির্যাতিতাকে একই জায়গায় ডেকে এনে ধর্ষণ করে অভিযুক্তরা। আতঙ্কিত ওই নাবালিকা মঙ্গলবার বাড়িতে সব কথা খুলে বলতেইl তারবাহার থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
আরও পড়ুন : ‘লড়াই করে ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছিলাম, ইনি তো মমতা!’
অভিযুক্তদের বিরুদ্ধে ‘পকসো’( প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) (POCSO) বা শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইনে গণধর্ষণের অপরাধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় মামলা করা হয়েছে ।