AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali: চিকিৎসায় যুগান্তকারী উদ্যোগ পতঞ্জলির, এবার থেকে মিলবে বিরাট পরিষেবা

Patanjali: আজ এই টেলিমেডিসিন পরিষেবা উদ্বোধনের পর রামদেব বলেন,"হরিদ্বার শুরু হয়ে দেশের প্রতিটি দরজায় এই টেলিমেডিসিন ভারতের ঋষি-ঐতিহ্যের জ্ঞান পৌঁছে দেবে।"

Patanjali: চিকিৎসায় যুগান্তকারী উদ্যোগ পতঞ্জলির, এবার থেকে মিলবে বিরাট পরিষেবা
বিরাট উদ্যোগ নিল পতঞ্জলিImage Credit: Tv9 Bharatvarsh
| Edited By: | Updated on: Jul 09, 2025 | 11:53 AM
Share

বিশ্বব্যাপী আয়ুর্বেদের ক্ষেত্রে অনন্য ইতিহাস সৃষ্টি করেছে পতঞ্জলি। এই সংস্থার ভূমিকা যে অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না। এই সবের মধ্যেই এবার আরও বড় পদক্ষেপ করছে পতঞ্জলি। মঙ্গলবার তাদের অ্যাডভান্সড টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করল। যা বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে খাঁটি আয়ুর্বেদিক টেলিমেডিসিন প্ল্যাটফর্ম। এদিন আনুষ্ঠানিকভাবে পুজো ও যজ্ঞের মাধ্যমে স্বামী রামদেব এবং পরম আচার্য বালকৃষ্ণ উদ্বোধন করেন।

আজ এই টেলিমেডিসিন পরিষেবা উদ্বোধনের পর রামদেব বলেন,”হরিদ্বার শুরু হয়ে দেশের প্রতিটি দরজায় এই টেলিমেডিসিন ভারতের ঋষি-ঐতিহ্যের জ্ঞান পৌঁছে দেবে।” তাঁর আরও সংযোজন, “এখন চিকিৎসা পরিষেবা অনলাইনে পাওয়া যাবে। যা অসুস্থ মানুষদের খুবই উপকার করবে। পতঞ্জলির টেলিমেডিসিন সেন্টার মানবসেবার একটি চমৎকার উদ্যোগ।”

উদ্বোধনী অনুষ্ঠানে আচার্য বালকৃষ্ণ বলেন, “সমগ্র বিশ্ব যোগব্যায়ামের জন্য যেমন ভারতের দিকে তাকিয়ে থাকে, ঠিক তেমনি বিশ্ব এখন আয়ুর্বেদ এবং এর পরিষেবার জন্যও আশা নিয়ে ভারতের দিকে তাকাচ্ছে। আর সেই উদ্যোগের জন্য এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।” তিনি এও বলেছেন, পতঞ্জলি টেলিমেডিসিন সেন্টার একটি সুসংগঠিত মডেল।

কী কী সুবিধা পাবেন সাধারণ মানুষ?

বিনামূল্যে অনলাইনের মাধ্যমে দেওয়া হবে আয়ুর্বেদিক পরামর্শ

পতঞ্জলির উচ্চ প্রশিক্ষিত ডাক্তারদের দল থাকবে

প্রাচীন ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বিভিন্ন টোটকা

ডিজিটালি সাধারণের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্যে রেকর্ড

হোয়াটসঅ্যাপ,ফোন এবং ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই চিকিৎসা

এই উদ্যোগটির মাধ্যমে প্রতিটি বাড়িতে রোগ নির্মুল হবে শুধুমাত্র আয়ুর্বেদের মাধ্যমে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলি, যেখানে সাধারণ মানুষ আয়ুর্বেদের সুবিধা নিতে পারেন না তাঁদের জন্য খুব উপকার হবে। প্রয়োজনে টেলিমেডিসিন সেন্টারের সঙ্গে যোগাযোগের নম্বরটি হল ১৮০০২৯৬১১১১।