করোনার প্রাণদায়ী ওষুধ প্রয়োজন, তৎক্ষণাৎ কোন নম্বরে ফোন করবেন?

সুমন মহাপাত্র |

May 09, 2021 | 4:57 PM

১৮০০৪২৫৬২৮৬- এই নম্বরে ফোন করলেই করোনার একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের প্রাপ্তিস্থানের সন্ধান মিলবে।

করোনার প্রাণদায়ী ওষুধ প্রয়োজন, তৎক্ষণাৎ কোন নম্বরে ফোন করবেন?
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: দেশ করোনা (COVID) থাবায় বিধ্বস্ত। লাগাতার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রোজই সংক্রমণ ৪ লক্ষ ছাড়াচ্ছে। দ্বিতীয় ঢেউ এ ভাবে আছড়ে পড়ায় একেবারে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। যার ফলে দেখা যাচ্ছে অক্সিজেনের সঙ্কট। একাধিক প্রাণদায়ী ওষুধেরও জোগান নেই। এই পরিস্থিতি হন্যে হয়ে প্রেস্ক্রিপশন নিয়ে একের পর এক ওষুধের দোকান ঘুরেও মিলছে না প্রয়োজনীয় ওষুধ।

এই পরিস্থিতিতে বায়োকন বায়োলজিকালস একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। সেই নম্বর হল ১৮০০৪২৫৬২৮৬। এই নম্বরে ফোন করলেই করোনার একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের প্রাপ্তিস্থানের সন্ধান মিলবে। ২৪ ঘণ্টা খোলা এই হেল্পলাইন। এ ছাড়াও covidcare@biocon.com- এখান থেকে সহায়তা মিলবে।

তবে এই সুবিধা শুধুমাত্র করোনা আক্রান্ত রোগী, চিকিৎসক ও রোগীর সহায়ক পাবেন। আগে প্রেস্ক্রিপশন, সিটি রিপোর্ট ও হাসপাতালে ভর্তির প্রমাণপত্র দেখাতে হবে। উক্ত ফোন নম্বরের মাধ্যমে রেমডেসিভির, আলজুনাব-এল, কিস্টোসোর্বের সন্ধান পাওয়া যাবে। এই ওষুধগুলির বাজারে বিপুল চাহিদা। কিন্তু পর্যাপ্ত জোগান নেই বলেই অভিযোগ রোগীর পরিবারের। তাই এই হেল্পলাইন অত্যন্ত কার্যকরী হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। শুক্রবার এই সংখ্যাটি ছিল ৪ লক্ষ ১ হাজার ৭৮ । গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা সামান্য কমেছে, একদিনে মৃত্যু হযেছে ৪ হাজার ৯২ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪। এদের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৩৬ হাজার ৬৪৮।

আরও পড়ুন: ‘করোনা ছড়ায় সিগারেটের ধোঁয়ার মতো’, বদ্ধ ঘরে থাকলে সংক্রমণের সম্ভাবনা কতটা?

Next Article