নয়া দিল্লি: করোনাভাইরাস (COVID 19) বায়ুর মাধ্যমে সংক্রমিত হতে পারে। কিন্তু তার মানে এই নয় খোলা হাওয়ায় ঘুরে বেড়াবে ভাইরাস। এ কথা আগেই প্রমাণিত হয়েছে। তবে সেই সংক্রান্ত ধারণায় একাধিক ভ্রান্তি রয়েছে। চিকিৎসকরা বারবার সাফ জানাচ্ছেন, করোনাভাইরাস বায়ুবাহিত মানে তার অর্থ এই নয় যে নিঃশ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় তা শরীরে ঢুকে যাবে। তবে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে।
মার্কিন সিডিসি শুক্রবার একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, তিনটি উপায়ে করোনা সংক্রমিত হতে পারে। যার মধ্যে একটি শ্বাস প্রক্রিয়া। বাতাসের মধ্যে থাকা অতি সূক্ষ্ম অ্যারোসেলের মাধ্যমে করোনা ছড়াতে পারে। বিষয়টি সহজ করে বললে দাঁড়ায়, ৩ থেকে ৬ ফুটের দূরত্বে থাকা কোনও ব্যক্তি যদি গান করেন কিংবা তাঁর যদি কাশি, হাঁচি হয় তাহলে ড্রপলেটের মাধ্যমে ছড়াতে পারে করোনাভাইরাস।
এ বিষয়ে ম্যাক্স হেলথকেয়ারের চিকিৎসক রমেল চিকু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, একটি ছোট ঘরে যদি দু’জন থাকেন, তাহলে হাঁচি-কাশির মাধ্যমে বায়ুবাহিত হয়ে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সংক্রমণের আশঙ্কা থাকে। স্যার গঙ্গারাম হাসপাতালের আরেক চিকিৎসক অম্বরিশ সাত্যকি জানান, করোনার বায়ু সংক্রমণ অনেকটা সিগারেটের ধোঁয়ার মতো। তিনি বলেন, “ধরুন একটি ঘরের এক কোণে বসে কেউ সিগারেট খাচ্ছেন। কিন্তু ধোঁয়া বায়ু মাধ্যমে অন্য কোণায় পৌঁছে যায়। তেমনই সিগারেট খাওয়া শেষ হয়ে গলেও ধোঁয়া ওই ঘরে পরবর্তী কিছুক্ষণের জন্য থেকে যায়।” করোনার বায়ু সংক্রমণকেও এ ভাবেই বোঝাতে চাইছেন চিকিৎসকরা। তাই ছোট ঘরে একসঙ্গে থাকলে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: করোনাকালে রাজ্যে চিকিৎসকের ঘাটতি, ১৬৮ চিকিৎসককে নিয়োগ করবে ত্রিপুরা সরকার