Delivery Boy: পাশ কাটানো নিয়ে ঝামেলা, দিল্লিতে বেধড়ক মারধরে প্রাণ গেল ডেলিভারি বয়ের

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Apr 24, 2023 | 5:53 PM

Delivery Boy: সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি ক্যাব থেকে নেমে এসে পঙ্কজের সঙ্গে বচসায় জড়ালেন দুই ব্যক্তি। ফুটেজ দেখেই তাঁদের গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। জানা যায়, ওই দুই ব্যক্তির নাম মণীশ কুমার (১৯) ও লালচাঁদ (২০)।

Delivery Boy: পাশ কাটানো নিয়ে ঝামেলা, দিল্লিতে বেধড়ক মারধরে প্রাণ গেল ডেলিভারি বয়ের

Follow Us

নয়া দিল্লি: রাস্তায় গাড়ি নিয়ে ঝামেলা। আর তাতেই দিল্লিতে (Delhi) প্রাণ গেল এক ডেলিভারি বয়ের (Delivery Boy)। গ্রেফতার দুই। ঘটনার সূত্রপাত কোথায়? সূত্রের খবর, রনজিৎ নগর মার্কেটের কাছে স্থানীয় একটি দোকানের ডেলিভারি বয়ের কাজ করতেন পঙ্কজ ঠাকুর নামে বছর উনচল্লিশের এক যুবক। শনিবার রাতে কাজ শেষ করে ফিরছিলেন বাড়ি। বাজারের কাছেই রাস্তায় গাড়িকে পাশ দেওয়া নিয়ে ঝামেলা হয় দুই ব্যক্তির সঙ্গে। বেশ কিছুক্ষণ চলে বচসা। অভিযোগ, রাস্তাতেই তারা পঙ্কজকে ফেলে বেধড়ক মারধর করে। মারের চোটে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান পঙ্কজ। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। 

যদিও তখনও তাঁর পরিচয় জানা যায়নি। খবর যায় পুলিশে। পুলিশ এসেই তাঁর পকেটে থাকা পরিচয়পত্র দেখে তাঁর বাড়ির ঠিকানা জানতে পারে। খবর যায় পরিবারে। পুলিশ সূত্রে খবর, পঙ্কজের বাড়িতে স্ত্রী ছাড়াও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে। এদিকে অভিযোগ পেতেই অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করে দেয় পুলিশ। যে এলাকায় ঘটনাটি ঘটে সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তাতেই গোটা ঘটনা পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে যায় পুলিশের কাছে। 

সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি ক্যাব থেকে নেমে এসে পঙ্কজের সঙ্গে বচসায় জড়ায় দুই ব্যক্তি। ফুটেজ দেখেই তাদের গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। জানা যায় ওই দুই ব্যক্তির নাম মণীশ কুমার (১৯) ও লালচাঁদ (২০)। তাঁর ঠিকানা জোগাড় করে তাদের বাড়িতেও পৌঁছে যায় পুলিশ। কিন্তু সেখানে তাদের খোঁজ মেলেনি। ততক্ষণে তারা পালিয়ে যায়। চলে জোরদার তল্লাশি। অবশেষে রবিবার বিকালে দুই অভিযুক্তকে ধরতে সক্ষম হয় পুলিশ।

Next Article