Mysterious Box: সমুদ্র সৈকতে গভীর রাতে ভেসে এল বিশালাকার বাক্স, খুলতেই…

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 01, 2023 | 4:03 PM

সেই কাঠের বাক্স বহু পুরনো। আকারেও তা যথেষ্ট বড়। সমুদ্রে ভেসে আসা এই কাঠের বাক্স নিয়েই ব্যাপক হইচই পড়ে যয় বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে। সেই কাঠের বাক্সের কথা ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। অনেকেই সমুদ্র সৈকতে এসে ভিড় করেছিলেন সেই বাক্স দেখতে। লোকমুখে ছড়িয়ে পড়ে ওই বাক্সে রয়েছে গুপ্তধন।

Mysterious Box: সমুদ্র সৈকতে গভীর রাতে ভেসে এল বিশালাকার বাক্স, খুলতেই…
এই কাঠের বাক্স নিয়েই বিশাখাপত্তনমে ঘনীভূত হয়েছে রহস্য
Image Credit source: Twitter

Follow Us

বিশাখাপত্তনম: অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে শুক্রবার গভীর রাতে ভেসে আসে বিশালাকার বাক্স। দেখেই বোঝা যাচ্ছিল, সেই কাঠের বাক্স বহু পুরনো। আকারেও তা যথেষ্ট বড়। সমুদ্রে ভেসে আসা এই কাঠের বাক্স নিয়েই ব্যাপক হইচই পড়ে যয় বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে। সেই কাঠের বাক্সের কথা ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। অনেকেই সমুদ্র সৈকতে এসে ভিড় করেছিলেন সেই বাক্স দেখতে। লোকমুখে ছড়িয়ে পড়ে ওই বাক্সে রয়েছে গুপ্তধন। প্রাচীনকালের বিশালাকার সেই বাক্সে বহু মূল্যবান ধন সম্পদ রয়েছে বলে রটেও গিয়েছিল।

এই খবর ছড়াতে পুলিশ উপস্থিত হয় সেখানে। পুলিশ বাক্সটিকে ঘিরে রেখেছিল। বাক্সে বোমা থাকতে পারে, সেই আশঙ্কাও শুরুতে উড়িয়ে দেওয়া হয়নি। তাই বম্ব স্কোয়াড, স্নিফার ডগও হাজির হয়েছিল বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে। আর্কিওলজি বিভাগের কর্মীরাও হাজির হয়েছিলেন সেখানে। সব কিছু পরীক্ষার এবং প্রাথমিক পর্যবেক্ষণের পর সেই বাক্স খোলা হয়। আর্কিওলজি বিভাগের কর্মীরাই সেটিকে খোলেন। তখন সরকারি আধিকারিক থেকে সাধারণ মানুষ- সবার চোখে মুখে উত্তেজনা। বাক্সের মধ্যে কী আছে, তা নিয়েই উন্মাদনা ছড়ায় সকলের মধ্যে। কিন্তু বাক্স খোলার পর হতাশই হতে হয়েছে সকলকে। ওই বাক্স ছিল খালি। তার মধ্যে থেকে কিছুই পাওয়া যায়নি বলে আর্কিওলজি বিভাগের কর্মীরা জানিয়েছেন। এর জেরে এক প্রকাশ হতাশ হন উপস্থিত সকলে।

এই বাক্সের বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। আর্কিওলজি বিভাগের কর্মীরা তা পরীক্ষা করে দেখবেন বলে জানা গিয়েছে। তবে প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, এই বাক্স ব্রিটিশ আমলের।

Next Article