Bizarre News: প্রত্যেক ভারতীয়র ঘরে ঘরে কীভাবে এল এই নকশা আঁকা চামচ, জানা আছে?

Soumya Saha |

Mar 23, 2024 | 1:41 PM

Bizarre News: এই বিশ্ব-ব্রহ্মাণ্ড উল্টে দেওয়া গভীর আলোচনার সূত্রপাত হয়েছিল একটি টুইট থেকে। সনত নামে এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী এই ধরনের একটি স্টিলের চামচের ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, আরও কারও কাছে কি এই ধরনের চামচ আছে? ব্যস, সেখান থেকেই শুরু হল নেটপাড়ার জ্ঞান-গম্ভীর আলোচনা।

Bizarre News: প্রত্যেক ভারতীয়র ঘরে ঘরে কীভাবে এল এই নকশা আঁকা চামচ, জানা আছে?
নকশা আঁকা চামচ
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: এই স্টিলের চামচ নিশ্চয়ই আপনার বাড়িতে আছে। শুধু আপনার বাড়িতে কেন, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন যাঁর বাড়িতেই গিয়েছেন, খেতে বসে কখনও না কখনও এরকম চামচ আপনার চোখে পড়েছে। প্রায় একই ধরনের চামচ। স্টিলের সাদামাটা একটা চামচ, হাত দিয়ে ধরার জায়গায় নকশাটাও প্রায় কাছাকাছি। হয়ত বা একইরকমের। কখনও ভেবেছেন প্রত্যেক ভারতীয়র বাড়িতে এই ধরনের একটা চামচ এল কীভাবে? সম্প্রতি এক্স হ্যান্ডেলে সেই উত্তরই খোঁজার চেষ্টা করেছেন নেটিজেনরা। উত্তর কি মিলল? নাকি অধরাই থেকে গেল?

এই বিশ্ব-ব্রহ্মাণ্ড উল্টে দেওয়া গভীর আলোচনার সূত্রপাত হয়েছিল একটি টুইট থেকে। সনত নামে এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী এই ধরনের একটি স্টিলের চামচের ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, আরও কারও কাছে কি এই ধরনের চামচ আছে? ব্যস, সেখান থেকেই শুরু হল নেটপাড়ার জ্ঞান-গম্ভীর আলোচনা। সনতের সেই পোস্ট দেখে উত্তর খোঁজার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সিড়িন নামে অপর এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী। সনতের টুইটে তিনি লেখেন, ‘কেন প্রত্যেক ভারতীয়র বাড়িতে এরকম একটা চামচ রয়েছে, সেটা খুঁজে বের করব আমি। আশা করছি শেষ পর্যন্ত মজাদার কিছু বেরিয়ে আসবে।’ তাহলে? শেষ পর্যন্ত এই জ্ঞান-গম্ভীর ভাবনার কি কোনও মজাদার পরিসমাপ্তি এল?

সনতের ওই পোস্টে সিড়িন এরকম একটা প্রশ্ন তুলে ধরতেই সেটা নেটপাড়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কিছু বেশ কৌতুক মিশ্রিত উত্তর এল, কিছু এল আবার গভীর ভাবনা মিশ্রিত উত্তর। কেউ কেউ তো আবার এমনও লিখলেন যে তাঁরা জানেন কোথা থেকে এই চামচ এল, এই চামচের ইতিহাস… এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী যেমন লিখেছেন, তাঁর মতে কোনও মুদিখানা জিনিসের সঙ্গে এই চামচ এসেছে ভারতীয়দের ঘরে ঘরে। তিনি লিখেছেন, তাঁর বাড়িতে এরকম ৩-৪টি চামচ আছে। কিন্তু কোন প্রোডাক্টের সঙ্গে এই চামচ দেওয়া হত, সেটা তাঁর মনে নেই। ওই এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, তাঁর যতদূর মনে পড়ছে, নব্বইয়ের দশকে কোনও চায়ের ব্র্যান্ড বা ওই জাতীয় কোনও মুদিখানা সামগ্রীর সঙ্গে এগুলি দেওয়া হত। এরকমই আরও অনেক মজাদার উত্তর এসেছে এক্স হ্যান্ডেলে। এমনই কিছু মজাদার জবাব তুলে ধরা হল আপনার জন্য। দেখুন তো আপনিও কোনও উত্তর খুঁজে পান কি না…

টুইটারের স্ক্রিনশট

 

Next Article