Arvind Kejriwal: ‘অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে’, কেজরীবালের গ্রেফতারি নিয়ে জার্মানির মন্তব্যের তীব্র প্রতিবাদ বিদেশ মন্ত্রকের

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 23, 2024 | 2:25 PM

MEA: আবগারি নীতি দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর গ্রেফতারির পরই ভারতে জার্মান দূতাবাসের ডেপুটি প্রধান জর্জ এনজ়য়েলার বলেন, "গণতান্ত্রিক দেশ হিসাবে অরবিন্দ কেজরীবালের যেন নিরপেক্ষ তদন্ত করা হয়, তা আশা করছে জার্মান বিদেশ মন্ত্রক।"

Arvind Kejriwal: অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে, কেজরীবালের গ্রেফতারি নিয়ে জার্মানির মন্তব্যের তীব্র প্রতিবাদ বিদেশ মন্ত্রকের
অরবিন্দ কেজরীবাল।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: কেজরীবালের গ্রেফতারি নিয়ে বিতর্কিত মন্তব্য জার্মান রাষ্ট্রদূতের। এবার পাল্টা জবাব দিল ভারত। এ দিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযথা হস্তক্ষেপ করা হচ্ছে।

আবগারি নীতি দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর গ্রেফতারির পরই ভারতে জার্মান দূতাবাসের ডেপুটি প্রধান জর্জ এনজ়য়েলার বলেন, “গণতান্ত্রিক দেশ হিসাবে অরবিন্দ কেজরীবালের যেন নিরপেক্ষ তদন্ত করা হয়, তা আশা করছে জার্মান বিদেশ মন্ত্রক।”

জার্মানির রাষ্ট্রদূতের এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়। আজ, শনিবার বিদেশ মন্ত্রকে তলব করা হয় জার্মান রাষ্ট্রদূতকে। আজ হাজিরাও দেন তিনি। এরপরই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, এই মন্তব্য় সরাসরি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ।

ঠিক কী বলেছিলেন জার্মান রাষ্ট্রদূত?

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারির পরই জার্মানির বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছিলেন, “আমরা জানি ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমরা আশা করছি যে এই মামলাতেও (কেজরীবালের গ্রেফতারি) গণতান্ত্রিক নীতি ও বিচারব্যবস্থার স্বাধীনতা বজায় রাখা হবে। কেজরীবালও স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পাওয়ার অধিকার রাখেন। আইনের মূল নিয়মই হল নিরাপরাধ প্রমাণ করা। এই নিয়ম যেন তাঁর উপরও কার্যকর হয়।”

প্রসঙ্গত, আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ১০০ কোটির এই দুর্নীতিতে তিনিই প্রধান মাথা বলে অনুমান। শুক্রবারই তাঁকে আদালতে পেশ করা হয়। আগামী ২৮ মার্চ অবধি তাঁকে ইডি হেফাজতে পাঠানো হয়েছে।

Next Article