পটনা: লোকসভা ভোট ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। শোনা যাচ্ছে, এবারের ভোটে বিহাররে সরণ থেকে আরজেডি-র প্রার্থী করা হচ্ছে লালু-কন্যা রোহিনী আচার্যকে। যদিও দলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতর। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা সেখানকার বিজেপির রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী যেমন বলেই দিয়েছেন, কিডনির বিনিময়ে রোহিনীকে টিকিট দিয়েছেন লালু। আর এই নিয়েই আপাতত হইচই বিহারের রাজনীতিতে। আরজেডি সুপ্রিমোকে বিঁধে বিজেপি নেতা বলেছেন, ‘রোহিনী তাঁর বাবাকে যে কিডনি দিয়েছেন, তার পরিবর্তে আরজেডি প্রধান মেয়েকে টিকিট দিয়েছেন।’
শুক্রবার সাংবাদিকদের উদ্দেশে বিহারের উপমুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাই জানি লালু দলের টিকিট বিক্রিতে ওস্তাদ। এমনকী তিনি নিজের মেয়েকেও ছাড়েননি। প্রথমে তিনি মেয়ের থেকে কিডনি নিলেন, তারপর মেয়েকে টিকিট দিলেন। এটাই হল লালুজির সংক্ষিপ্ত পরিচয়।’ ভোটের মুখে এমন আক্রমণের ধাক্কা সামলে প্রতি আক্রমণের পথে নেমেছে আরজেডিও। লালুর দলের মহিলা ব্রিগেডকে রাস্তায় নেমেছে প্রতিবাদে। আরজেডির জাতীয় মুখপাত্র সুবোধ কুমার মেহতাও প্রতিক্রিয়া দিয়েছেন এই বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর এমন মন্তব্যে বেজায় চটেছেন আরজেডি মুখপাত্র। এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অযৌক্তিক ও অসংবেদনশীল বলেই মনে করছে আরজেডি। সুবোধ কুমারের বক্তব্য, বিজেপি হতাশ হয়ে পড়ছে এবং সেই কারণেই এই ধরনের মন্তব্য করছে।
উল্লেখ্য, গত ২০২২ সালের ডিসেম্বরে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের কিডনি প্রতিস্থান হয়েছিল। সেই সময় লালুর মেয়ে রোহিনী তাঁর কিডনি দিয়েছিলেন বাবার জন্য। আর এই নিয়েই আপাতত উত্তাল বিহারের রাজনীতি। লালুর মেয়ে রোহিনী বর্তমানে থাকেন সিঙ্গাপুরে। এক্স হ্যান্ডেলে রোহিনী লিখেছেন, ‘আমি লালুজির মেয়ে। বাবার প্রতি আমার দায়িত্ব ও ভালবাসা থেকেই আমি আমার একটি কিডনি দান করেছি। আমার পরিবারের জন্য ও আমার জন্মভূমি বিহারের জন্য নিজের জীবন দিয়ে দিতে আমি প্রস্তুত।’