Arvind Kejriwal: ‘বিজেপির সবাই আমাদের ভাই-বোন…’, জেল থেকেই বার্তা পাঠালেন কেজরীবাল

Soumya Saha |

Mar 23, 2024 | 2:40 PM

Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রীর বার্তা কেজরীবালের এক্স হ্যান্ডেলে তুলে ধরেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন আমলা সুনিতা কেজরীবাল। সেখানে কেজরীবাল আম আদমি পার্টির সব সমর্থকের উদ্দেশে বলেছেন, সকলে যাতে সমাজের জন্য নিজেদের কাজ চালিয়ে যান এবং কাউকে যেন ঘৃণার চোখে না দেখা হয়। যে বিজেপির বিরুদ্ধে কেজরীদের রাজনৈতিক লড়াই, সেই বিজেপির নেতা-কর্মী-সমর্থকদেরও যাতে ঘৃণা না করা হয়, জেল থেকে সেই বার্তাও দিয়েছেন কেজরী।

Arvind Kejriwal: বিজেপির সবাই আমাদের ভাই-বোন...,  জেল থেকেই বার্তা পাঠালেন কেজরীবাল
অরবিন্দ কেজরীবাল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ভোটের মুখে তাঁর গ্রেফতারি নিয়ে যখন হইচই গোটা দেশের রাজনীতিতে, তখন জেলে বসেই বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপির নেতা-কর্মী-সমর্থকদের ‘ভাই-বোন’ বলে সম্বোধন করলেন তিনি। এদিন দিল্লির মুখ্যমন্ত্রীর বার্তা কেজরীবালের এক্স হ্যান্ডেলে তুলে ধরেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন আমলা সুনিতা কেজরীবাল। সেখানে কেজরীবাল আম আদমি পার্টির সব সমর্থকের উদ্দেশে বলেছেন, সকলে যাতে সমাজের জন্য নিজেদের কাজ চালিয়ে যান এবং কাউকে যেন ঘৃণার চোখে না দেখা হয়। যে বিজেপির বিরুদ্ধে কেজরীদের রাজনৈতিক লড়াই, সেই বিজেপির নেতা-কর্মী-সমর্থকদেরও যাতে ঘৃণা না করা হয়, জেল থেকে সেই বার্তাও দিয়েছেন কেজরী।

আম আদমি পার্টির সুপ্রিমোর জেল থেকে পাঠানো বার্তা আজ পাঠ করেন তাঁর স্ত্রী সুনিতা কেজরীবাল। ওই বার্তায় কেজরী বলেছেন, ‘সমাজের জন্য কাজ করে যান। বিজেপির লোকেদের ঘৃণার চোখে দেখবেন না। তাঁরা সকলে আমাদের ভাই-বোন।’ ওই বার্তায় কেজরী আরও জানিয়েছেন, ‘ভারতকে দুর্বল করে দেওয়ার জন্য দেশের বাইরে ও দেশের ভিতরে একাধিক শক্তি রয়েছে। এমন কোনও জেল নেই, যা আমাকে দীর্ঘদিন বন্দি করে রাখতে পারবে। আমি শীঘ্রই বেরিয়ে আসব এবং আমার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব।’

কেজরীবাল এদিনের পাঠানো বার্তায় আরও জানিয়েছেন, তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, সব পূরণ করা হবে। দিল্লির মহিলাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একটি প্রকল্পের কথা ঘোষণা করেছে দিল্লির সরকার। যেখানে মহিলাদের মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। দিল্লির মহিলাদের আশ্বস্ত করে কেজরীবাল সেই প্রতিশ্রুতি পূরণের বিষয়েও নিশ্চিত করেছেন।

Next Article