দিল্লি: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই নিয়ে সন্দেহ করতেন স্বামী। এই ঘটনা নতুন নয়। প্রতিদিনই চলত একই সমস্যা। কিন্তু তার জেরে এমন কাণ্ড ঘটাবেন কে ভেবেছিল। চার সন্তানের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লিতে। জানা গিয়েছে, বছর চল্লিশের উমিদ সিংয়ের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় সবনমের (৩৯)। মহিলার আগে আরও একটি বিয়ে হয়েছিল। প্রথম পক্ষের তাঁর সাত বছরের একটি সন্তানও ছিল। উমিদরা দিল্লির চাঁদবাগে থাকতেন। উমিদ এবং সবনমের তিনটি সন্তান রয়েছে।
এরপর মঙ্গলবার সন্দেহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। সেই ঝগড়া এতটাই বেড়ে যায় যে চার সন্তানের সমানেই নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। বাড়ির ভিতরের অশান্তির খবর পৌঁছয় পুলিশের কাছে। এলাকাবাসীই পুলিশকে সেই খবর দেন।
পুলিশ এসে সবনমকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করতে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই খুনের দায়ে উমিদকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।