চেন্নাই: বলা যেতে পারে মরার উপর খাঁড়ার ঘা! গত কয়েকদিনে তামিলনাড়ুতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই, শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে, চেন্নাইয়ের কাছে চেঙ্গলপাট্টু জেলা কেঁপরে উঠল ভূমিকম্পে। তবে, ভূমিকম্পের শক্তি ততটা জোরাল ছিল না। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.২। সকাল ৭টা বেজে ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। উৎস ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।
Earthquake of Magnitude:3.2, Occurred on 08-12-2023, 07:39:22 IST, Lat: 12.50 & Long: 79.85, Depth: 10 Km ,Location: Chengalpattu, Tamil Nadu, India for more information Download the BhooKamp App https://t.co/W5OwSbf8cL@Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 @KirenRijiju pic.twitter.com/irkQDHzPYD
— National Center for Seismology (@NCS_Earthquake) December 8, 2023
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কর্নাটকের বিজয়পুরাতেও এদিন আরও একটি ভূমিকম্প হয়েছে। এদিন ভোর ৬টা বেজে ৫২ মিনিটে এই ভূমিকম্পটি হয়। এই ক্ষেত্রে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১।
ভূমিকম্পে চেন্নাই বা অন্যান্য অঞ্চলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, ঘূর্ণিঝড় মিগজাউমের ক্ষয়ক্ষতির ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি তামিলনাড়ু। এদিনও তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে, আঞ্চলিক আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু জেলায় হালকা থেকে ভারি বৃষ্টি হতে পারে। আগামি কয়েকদিনও বৃষ্টির জের চলবে বলে জানা গিয়েছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।