Indian Army: কাশ্মীরে ঢুকছিল পাকিস্তানি ‘কাকপক্ষী’, শেষে ভারতীয় সেনার ভয়ে লেজ গুটিয়ে পালাল

Soumya Saha |

Feb 12, 2024 | 11:24 AM

Indian Army: দিনের বেলায় এসব কুকর্মের সাহস দেখায়নি কেউ সীমান্তের ওপার থেকে। রবিবার তাই রাতের অন্ধকারে, চুপিচুপি একটি ড্রোন পাকিস্তানের দিক থেকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের দিকে পাঠানোর চেষ্টা চলছিল। কিন্তু পুঞ্চের মেন্ধার অঞ্চলের কাছে নার মানকোট এলাকায় ভারতীয় সেনার নজরে পড়ে যায় ড্রোনটি।

Indian Army: কাশ্মীরে ঢুকছিল পাকিস্তানি কাকপক্ষী, শেষে ভারতীয় সেনার ভয়ে লেজ গুটিয়ে পালাল
ভারতীয় সেনা
Image Credit source: Twitter

Follow Us

শ্রীনগর: কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় ভারতীয় ভূখণ্ডের দিকে ঢুকে পড়েছিল এক পাকিস্তানি ড্রোন। বেশ কিছুক্ষণ ভারতের এলাকার উপর ঘুরঘুর করছিল। কিন্তু তার স্থায়ীত্ব খুব বেশি হয়নি। ভারতীয় সেনার কড়া নজরদারিতে ধরা পড়ে যায় ওই ড্রোন। সঙ্গে সঙ্গে ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালান জওয়ানরা। অন্তত তিন রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতীয় সেনার গুলির ধাক্কায় বেসামাল পাকিস্তানি ড্রোন কোনওক্রমে পালিয়ে যায় পাকিস্তানের দিকে।

দিনের বেলায় এসব কুকর্মের সাহস দেখায়নি কেউ সীমান্তের ওপার থেকে। রবিবার তাই রাতের অন্ধকারে, চুপিচুপি একটি ড্রোন পাকিস্তানের দিক থেকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের দিকে পাঠানোর চেষ্টা চলছিল। কিন্তু পুঞ্চের মেন্ধার অঞ্চলের কাছে নার মানকোট এলাকায় ভারতীয় সেনার নজরে পড়ে যায় ড্রোনটি। সঙ্গে সঙ্গে ড্রোনটি খতম করার জন্য বেশ কয়েক রাউন্ড গুলি চালান জওয়ানরা। আর সেই গুলির ভয়েই পাকিস্তানের দিকে আবার পালিয়ে যায় ড্রোনটি।

ড্রোনটি পাকিস্তানের দিকে পালিয়ে গেলেও, ভারতীয় সেনার তরফে ইতিমধ্যেই ওই তল্লাটে একটি অভিযান চালানো হচ্ছে। ড্রোনটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে কোথাও গিয়ে পড়েছে কি না, বা অন্য কোনও মতলব ছিল কি না, সব খতিয়ে দেখতে গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।

এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন, এই ড্রোন সমস্যা মেটাতে সম্প্রতি জন্মু ও কাশ্মীর পুলিশের তরফে একটি ঘোষণা করা হয়েছিল। সীমান্তের ওপার থেকে কোনও ড্রোন উড়ে আসতে দেখলে, সে বিষয়ে পুলিশে খবর দিলে ৩ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের সন্দেহ, এই ড্রোনগুলির সাহায্যে সীমান্তের ওপার থেকে মাদক, অস্ত্র, বারুদ… এসব সামগ্রী পাঠানো হয় এ দেশে।

Next Article