Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিডিয়ো: বৃষ্টির পর আস্ত গাড়িকে গিলে খেল রাস্তা 

তবে কী করে মাঝ রাস্তায় এরকম একটি কুয়ো থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভিডিয়ো: বৃষ্টির পর আস্ত গাড়িকে গিলে খেল রাস্তা 
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 13, 2021 | 4:37 PM

মুম্বই: আস্ত গাড়িকে গিলে খেল রাস্তা। ভারী চারচাকা আসতে আসতে চলে গেল মাটির নীচে। মুম্বইয়ের এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। লাগাতার বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে (Mumbai)। গত ৩ দিনের বৃষ্টিতে জলমগ্ন মুম্বইর একাধিক এলাকা। তার মধ্যেই বৃষ্টি ভেজা রাস্তায় ঢুকে গেল আস্ত একটা গাড়ি। পুরো এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেখানে আগে একটি কুয়ো ছিল। এলাকাবাসীরা কোনওরকমে কুয়োটি বন্ধ করেছিলেন। কিন্তু কুয়ো সম্পূর্ণ ভরাট হয়নি। তাই বৃষ্টি হতেই কুয়োর ওপরের আস্তরণ নরম হয়ে যায়। তারপর অধিক ওজনের ফলে আসতে আসতে কুয়োটির মধ্যে পড়ে যায় গাড়িটি। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে পাশের বাড়ি জানালা থেকে।

পুলিশ জানিয়েছে, গাড়ির মালিকের খোঁজ মিলেছে। তবে কী করে মাঝ রাস্তায় এরকম একটি কুয়ো থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ পুরো এলাকায় এই সংক্রান্ত বিষয় দেখভাল করে বৃহন্মুম্বই পুরসভা। কোনও কুয়ো ভরাট করলে তার অনুমতি নিতে হয় পুরসভার কাছ থেকে। এ ক্ষেত্রে কী করে রাস্তায় এরকম একটা কুয়ো থেকে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: গরু চোর সন্দেহে উত্তেজিত জনতার গণপিটুনি, মৃত্যু ১ জনের