Zomato Boy: সিগনালে দাঁড়িয়েও এমন ভিডিয়ো কেউ দেখে? জোমাটো বয়ের কাণ্ড মুহূর্তে ভাইরাল…

Apr 02, 2024 | 6:30 AM

UPSC: ইউপিএসসি হল সিভিল সার্ভিসের জন্য গোটা দেশে হওয়া প্রতিযোগিতামূলক পরীক্ষা। সেই পরীক্ষা সংক্রান্ত ভিডিয়ো দেখতে দেখা গেল এক জোমাটো বয়কে। তাও মাঝ রাস্তায়, ট্রাফিকে ফেঁসে থাকার মাঝে। হতে পারে তিনি এ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আবার এমনও হতে পারে তাঁর হয়ত ছোট থেকেই স্বপ্ন আইপিএস কিংবা আইএএস হওয়ার।

Zomato Boy: সিগনালে দাঁড়িয়েও এমন ভিডিয়ো কেউ দেখে? জোমাটো বয়ের কাণ্ড মুহূর্তে ভাইরাল...
সিগনালে দাঁড়িয়ে যুবক।
Image Credit source: X

Follow Us

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো মনে করাল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’কে। সেই অমলকান্তি, যে রোদ্দুর হতে চেয়েছিল। ভাইরাল হওয়া ‘অমলকান্তি’ এক জোমাটো বয়। যিনি পেটের তাগিদে পিঠে অন্যের খাবারের বোঝা নিয়ে দিনরাত পথে পথে ঘুরে বেড়ান। আর হয়ত স্বপ্ন দেখেন আএএস কিংবা আইপিএস হওয়ার।

ইউপিএসসি হল সিভিল সার্ভিসের জন্য গোটা দেশে হওয়া প্রতিযোগিতামূলক পরীক্ষা। সেই পরীক্ষা সংক্রান্ত ভিডিয়ো দেখতে দেখা গেল এক জোমাটো বয়কে। তাও মাঝ রাস্তায়, ট্রাফিকে ফেঁসে থাকার মাঝে। হতে পারে তিনি এ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আবার এমনও হতে পারে তাঁর হয়ত ছোট থেকেই স্বপ্ন আইপিএস কিংবা আইএএস হওয়ার। কিন্তু ভাগ্যে তাঁকে সে পথে চলার সুযোগ করে দেয়নি।

এক্স হ্যান্ডেলে এক ব্যক্তি এই ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘পড়াশোনার প্রতি অধ্যাবসায় কাকে বলে এই ভিডিয়ো দেখলে তা বোঝা যায়।’ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ওই যুবকের বাইকের সামনে একের পর এক গাড়ি দাঁড়িয়ে। সকলেই অপেক্ষা করছেন সিগনাল কখন সবুজ হবে। কম বেশি সকলের চোখ যখন সিগনালের দিকেই, তখন ওই জোমাটো বয়ের চোখ তাঁর মোবাইল ফোনে আটকে। ইউপিএসসি সংক্রান্ত ভিডিয়ো দেখছেন তিনি।

২৯ মার্চ ভিডিয়োটি শেয়ার হয়। এখনও অবধি ৭২ হাজার ৩০০ ভিউজ, ২৮৪ বার রিপোস্ট হয়েছে। কমেন্টেরও বন্যা। এমন অনেক অমলকান্তি আছে ভাগ্যের ফেরে হয়ত তাদের আর রোদ্দুর হয়ে ওঠা হয় না। তবু মনের কোণে সযত্নে লালন করে চলে স্বপ্নগুলো।

Next Article