Garib Rath Train: গরিব রথ-এই এবার বন্দে ভারতের স্বাদ! কী সিদ্ধান্ত নিল রেল

Apr 01, 2024 | 11:30 PM

Garib Rath Train: রেল বোর্ড জানিয়েছে যে এর জন্য উত্তর-পূর্ব রেলকে ৫০টি ইকনমি কোচ এবং উত্তর-পশ্চিম রেলকে ৫০টি নতুন কোচ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব কোচ প্রতিস্থাপনের পরও পুরনো হারেই ভাড়া নেওয়া হবে। কোনও ধরনের ভাড়ার পরিবর্তন হবে না।

Garib Rath Train: গরিব রথ-এই এবার বন্দে ভারতের স্বাদ! কী সিদ্ধান্ত নিল রেল
গরিব রথ (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি: গরিব রথ ট্রেনে যাতায়াত করেছেন অনেকেই। দূরের গন্তব্য যাওয়ার এই ট্রেনের ভাড়া রাখা হয় সাধ্যের মধ্য়েই। তবে এই এবার সেই ট্রেনেই পাওয়া যাবে বন্দে ভারত বা রাজধানী এক্সপ্রেসের সুবিধা। দিল্লি, মুম্বই, কলকাতা এবং অন্যান্য শহর থেকে উত্তর প্রদেশ, বিহার এবং রাজস্থানে যাওয়ার ক্ষেত্রে যাত্রীরা এই সুবিধা পাবেন।

জানা গিয়েছে, সব ধরনের গরিব রথ ট্রেনে রাজধানী এবং বন্দে ভারত এক্সপ্রেসের মতো কোচ বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এবার থেকে গরিব রথ ট্রেনে থার্ড এসি ইকনমি কোচ বসানো হবে। যাত্রীরা পুরনো কোচের পরিবর্তে নতুন কোচে ভ্রমণ করতে পারবেন। ভারতীয় রেল সারা দেশে ২৬টি গরিব রথ ট্রেনে এই সুবিধা শুরু করতে চলেছে।

রেল বোর্ড জানিয়েছে, গরিব রথের নতুন কোচ তৈরি করা হচ্ছে না ফলে পুরনো কোচে যাত্রীরা বেশ সমস্যায় পড়ছেন। পুরনো কোচ বদলানোর প্রয়োজনীয়তা অনুভব করেছে রেল কর্তৃপক্ষ। সেই কারণেই প্রথম পর্যায়ে ৯টি গরিব রথ ট্রেনের বগি প্রতিস্থাপন করা হবে। রেল বোর্ড জানিয়েছে যে এর জন্য উত্তর-পূর্ব রেলকে ৫০টি ইকনমি কোচ এবং উত্তর-পশ্চিম রেলকে ৫০টি নতুন কোচ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব কোচ প্রতিস্থাপনের পরও পুরনো হারেই ভাড়া নেওয়া হবে। কোনও ধরনের ভাড়ার পরিবর্তন হবে না।

দেশের দরিদ্র মানুষকে কম টাকায় প্রিমিয়াম ট্রেনের মতো উচ্চ গতিতে ভ্রমণের অভিজ্ঞতা দিতে ভারতীয় রেল গরিব রথ এক্সপ্রেস পরিষেবা শুরু করেছিল। দেশের বিভিন্ন শহরের মধ্যে অন্তত ২৬টি রুটে চলছে এই ট্রেনগুলি। এই ট্রেন পরিষেবাটি প্রথম শুরু হয়েছিল ২০০৬ সালের ৫ অক্টোবর।

Next Article