নয়া দিল্লি: ইন্ডিয়া জোটে বড় ধাক্কা। ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকেই বের করে দিতে চায় আম আদমি পার্টি। এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যেই জোট শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে আপ।
দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সাফ জানিয়েছে, তারা কংগ্রেসের সঙ্গে কোনও জোটে যাবে না। সম্প্রতিই কংগ্রেস আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে ভুয়ো সরকারি স্কিম দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলে। সূত্রের খবর, অজয় মাকেন সহ একাধিক কংগ্রেস নেতার মন্তব্য নিয়েও ক্ষুব্ধ আম আদমি পার্টি।
এই নিয়েই আপ নেতাদের এবার দাবি, ইন্ডিয়া জোট থেকে বের করে দেওয়া হোক কংগ্রেসকে। এই নিয়ে ইন্ডিয়া জোটের বাকি নেতাদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছে আপ।
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের মধ্যে চিড় ধরেছে অনেকদিন আগেই। বিভিন্ন সময়ে জোটশরিকরা ক্ষোভ প্রকাশ করেছে। অধিকাংশ সময়ই তা কংগ্রেসের বিরুদ্ধে। সম্প্রতিই তৃণমূল কংগ্রেসও সুর চড়িয়েছিল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করা উচিত। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবও সমর্থন করেছিলেন এই প্রস্তাবে।