INDIA Alliance: দিল্লিতে কয়টি আসন ছাড়া হবে কংগ্রেসকে? জানিয়ে দিল আপ

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Jan 09, 2024 | 7:35 AM

AAP-Congress seat sharing: মুকুল ওয়াসনিকের নেতৃত্বে আপের সঙ্গে বৈঠকে বসেছিল কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। আপের তরফে বৈঠকে ছিলেন সংগঠন সচিব সন্দীপ পাঠক এবং মন্ত্রী অতিশী এবং সৌরভ ভরদ্বাজ। আসন-রফা নিয়ে আলোচনার পাশাপাশি দিল্লিতে আপ-কংগ্রেসের জোট বাস্তবায়িত করতে কমন সেক্রেটারিয়েট অফিস গঠনের প্রস্তাবও দিয়েছে কংগ্রেস।

INDIA Alliance: দিল্লিতে কয়টি আসন ছাড়া হবে কংগ্রেসকে? জানিয়ে দিল আপ
ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে আপ-কংগ্রেস বৈঠক।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বিহারে আসন ভাগাভাগি চূড়ান্ত। লালু-নীতীশের সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। এবার দিল্লি, পঞ্জাব, বাংলা-সহ অন্যান্য রাজ্যের আসন-জট কাটাতে তৎপর কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। সোমবার আম আদমি পার্টির প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির। সেই আলোচনার পর আসন সমঝোতার বৈঠক ইতিবাচক বলে দাবি কংগ্রেসের।

সূত্রের খবর, দিল্লিতে চারটি আসনে লড়তে চায় আম আদমি পার্টি। কংগ্রেসের জন্য ছাড়তে চায় ৩টি আসন। যদিও তিন আসনের প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কংগ্রেস। আপ-এর প্রস্তাব নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবে কমিটি। তারপর আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফের দিল্লির আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসবে দুই দল।

সোমবার মুকুল ওয়াসনিকের নেতৃত্বে আপের সঙ্গে বৈঠকে বসেছিল কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। আপের তরফে বৈঠকে ছিলেন সংগঠন সচিব সন্দীপ পাঠক এবং মন্ত্রী অতিশী এবং সৌরভ ভরদ্বাজ। আসন-রফা নিয়ে আলোচনার পাশাপাশি দিল্লিতে আপ-কংগ্রেসের জোট বাস্তবায়িত করতে কমন সেক্রেটারিয়েট অফিস গঠনের প্রস্তাবও দিয়েছে কংগ্রেস।

অন্যদিকে, পঞ্জাবে আসন সমঝোতার ক্ষেত্রে দুই দলের নেতৃত্বই নারাজ বলে খবর সূত্রের। আবার বাংলায় ১০ আসনের দাবি তুলে প্রদেশ নেতৃত্ব রূপরেখা চূড়ান্ত করছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। তবে এর মধ্যে বিহারের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে গিয়েছে। বৈঠকে স্থির হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে  বিহারে ১৭+১৭+৪+২ ফর্মুলায় নির্বাচনে লড়বে ইন্ডিয়া জোট। অর্থাৎ ৪০টি লোকসভা আসন বিহারে জনতা দল (ইউনাইটেড) ও রাষ্ট্রীয় জনতা দল ১৭টি করে আসনে লড়বে। কংগ্রেস ৪টি আসনে প্রার্থী দেবে। বামেরা প্রার্থী দেবে ২টি আসনে।

Next Article