আহমেদাবাদ: সম্প্রতি দিল্লির বাইরে আরও একটি রাজ্যে সরকার গঠন করেছে রাজধানীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (Aam Admi Party)। কংগ্রেসকে হারিয়ে পঞ্জাব দখল করেছে আপ। ভগবন্ত মান ইতিমধ্যেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। সীমান্তবর্তী রাজ্য দখল করে অরবিন্দ কেজরীবাল জানিয়েছিলেন গোটা দেশে আম আদমি পার্টিকে ছড়িয়ে দেওয়াই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে সম্প্রতি গুজরাটে দেশের জাতীয় পতাকা নিয়ে বিশাল মিছিলকে নেতৃত্ব দিয়েছিলেন কেজরীবাল। চলতি বছরের শেষদিকে গুজরাটে বিধানসভা নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করেই কেজরি যে মাঠে নেমেছেন, একথা সকলের কাছেই স্পষ্ট। তবে গুজরাটের আম আদমি পার্টির নেতা এমন এক কাণ্ড করে বসলেন, যাতে শুরুতেই দলের ভাবমূর্তিতে ধাক্কা লাগতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর (PM Narendra Modi) রাজ্যে গুজরাটে আপের যুব সংগঠনের নেতা যুবরাজসিংহ জাদেজাকে (Yubraj Singh Jadeja) মারাত্মক অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। যুবরাজের বিরুদ্ধে যা অভিযোগ, সেই স্বপক্ষে একটি ভিডিয়ো সামনে এসেছে। যা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন।
Gujarat AAP youth wing leader Yuvrajsinh Jadeja held for attacking cops, dragging constable on his car's bonnet.#AAP #Gujarat #Politics pic.twitter.com/ap5INyGybd
— My Vadodara (@MyVadodara) April 6, 2022
ওই আপ যুবনেতার বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ আধিকারিককে গাড়ি চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। অভিযুক্তে নেতার বিরুদ্ধে গান্ধীনগর থানায় ভারতীয় দণ্ড বিধির ৩০৭ ধারায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছিল। সেই মামলাতে বৃহস্পতিবার আপ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ, এমনটাই জানিয়েছেন গান্ধীনগর রেঞ্জের আইজি অভয় চুরাসামা। কী কারণে আপ নেতার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল? আইজি জানিয়েছেন, “মঙ্গলবার বিকেলে গান্ধীনগর পুলিশের সদর দফতরে এসেছিলেন যুবরাজ জাদেজা। সহকারী স্কুল শিক্ষক পদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের সমর্থন দিতে তিনি সেখানে গিয়েছিলেন। অনুমতি না থাকায় ওই আপ নেতাকে আটক করা হয়েছিল। পুলিশের সঙ্গে বাদানুবাদের পর ওই আপ নেতা পুলিশের দিকে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় গাড়ির তীব্র গতি কারণে এক পুলিশ কর্মীর ধাক্কা লাগে। প্রাণ বাঁচাতে তিনি বিপজ্জনকভাবে গাড়ির বনেটের ওপর লাফ দেন। গাড়ি ওই পুলিশ কর্মীকে নিয়েই কিছুদূর ছুটে গিয়েছিল। মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত, এমনকী ওই পুলিশ কর্মীর মৃত্যু অবধি হতে পারত।”
ঘটনার মুহূর্তের ছবি গাড়ির ক্যামেরাতে রেকর্ড হয়েছিল। পুলিশ জানিয়েছে, আপ নেতার গাড়ির ক্যামেরা ও মোবাইল ফোন ফরেন্সকি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আপ নেতাকে আদালতে পেশ করা হয়েছিল। বিচারক তাঁকে পুলিশ হেফাজনের নির্দেশ দিয়েছেন। তবে এই প্রসঙ্গে আপ নেতার পাশেই দাঁড়িয়েছেন তাঁরই দলের সতীর্থ প্রবীণ রাম অবিলম্বে যুবরাজের মুক্তির দাবিতে সরব হয়েছেন। তাঁর মতে বিজেপি সরকার আপ নেতাকে ভয় পেয়েছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দলের মুখপাত্র জিতু ভগনানি জানিয়েছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই, পুলিশ সঠিক পদক্ষেপ করেছে।
আরও পড়ুন MP Murder Case: বাবা মারবে, এই ভয়েই এমন কাণ্ড করল দশম শ্রেণির ছাত্র! শুনলে শিউরে উঠবেন আপনিও