Lawrence Bishnoi: বিষ্ণোই গ্যাংয়ের হাত থেকে রেহাই নেই! প্রাণে মারার হুমকি ‘ইনফ্লুয়েন্সার’ অভিনবকে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 29, 2024 | 9:08 AM

Lawrence Bishnoi: অভিনবর মতোই একইভাবে ভয়েস মেসেজ পাওয়ার অভিযোগ তুলেছেন বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবও। ছয় বারের সাংসদ পাপ্পুর দাবি, হুমকি দিয়ে ফোন এসেছে তাঁর কাছে। সেই কলের একটি অডিয়ো ক্লিপও শেয়ার করেছেন তিনি।

Lawrence Bishnoi: বিষ্ণোই গ্যাংয়ের হাত থেকে রেহাই নেই! প্রাণে মারার হুমকি ইনফ্লুয়েন্সার অভিনবকে
অভিনব অরোরা
Image Credit source: instagram

Follow Us

নয়া দিল্লি: বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি বাড়ছে ক্রমশ। সম্প্রতি বিহারের সাংসদ পাপ্পু যাদব এমনই হুমকি পেয়ে অমিত শাহের দ্বারস্থ হয়েছেন। আর এবার সেই একই হুমকি পেল এক ১০ বছরের নাবালক। ইনফ্লুয়েন্সার হিসেবে অভিনব অরোরাকে চেনেন অনেকেই। আধ্যাত্মিক বিষয়ে কথা বলার জন্য অভিনবর পরিচিতি অনেক। ইউটিউব চ্যানেলে বা ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়। অভিনব অরোরার পরিবারের তরফে জানানো হয়েছে, তাদের সন্তানকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে।

অভিনব অরোরার মা জ্যোতি অরোরা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, সোমবার লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফে হুমকি দেওয়া হয়েছে তাঁর ছেলেকে। জ্যোতি অরোরা বলছেন, ভক্তিমূলক কথা বলা ছাড়া আর কিছু করেনি তার ছেলে, কেন তাকে এমন হুমকির মুখে পড়তে হবে? তিনি বলেন, “আমরা বিষ্ণোই গ্যাং-এর তরফে একটি ভয়েস মেসেজ পেয়েছি। সেখানে বলা হয়েছে অভিনবকে মেরে ফেলা হবে।” পরপর দু দিন ওই হুমকি মেসেজ আসে অরোরা পরিবারের হাতে। সেই মেসেজ পাওয়ার পর দুশ্চিন্তায় রয়েছে পরিবার।

দিল্লির বাসিন্দা অভিনব মূলত ‘স্পিরিচুয়াল কনটেন্ট’ তৈরি করে। তার দাবি, মাত্র তিন বছর বয়স থেকেই তার আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছে।

একইভাবে ভয়েস মেসেজ পাওয়ার অভিযোগ তুলেছেন বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবও। ছয় বারের সাংসদ পাপ্পুর দাবি, হুমকি দিয়ে ফোন এসেছে তাঁর কাছে। সেই কলের একটি অডিয়ো ক্লিপও শেয়ার করেছেন তিনি। জানা গিয়েছে, ভয়েস মেসেজে এই হুমকি দেওয়া হয়েছে। ফোনের ওপার থেকে তাঁকে বলা হয়, কথা বলার আগে যেন ভাবনা-চিন্তা করেন সাংসদ। তাঁকে কোনও বেগতিক মন্তব্য না করার বিষয়ে সতর্ক করা হয়। পাপ্পু যাদবকে এর আগে জেল থেকে লরেন্স বিষ্ণোই নিজে ফোন করেছিল বলেও অভিযোগ।

Next Article