AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Air Force: ঠান্ডা মাথা, তীক্ষ্ণ নজর, একহাতে ২০০ টার্গেট হ্যান্ডেল! ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বাড়াতে মাঠে এবার নতুন ‘স্পাই’

Arudhra Radar: এস-ব্যান্ড ভিত্তিক এই আরুধ্রা র‌্যাডার একইসঙ্গে সঙ্গে একাধিক লক্ষ্য বস্তুকে সনাক্তও যেমন করতে পারে তেমনই দীর্ঘ সময় ধরে ট্র্যাকও করতে পারে। তথ্য বলছে, এটি একইসঙ্গে প্রায় ২০০টিরও বেশি বিমানের গতিপথ ও তথ্য ট্র্যাক করতে সক্ষম।

Indian Air Force: ঠান্ডা মাথা, তীক্ষ্ণ নজর, একহাতে ২০০ টার্গেট হ্যান্ডেল! ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বাড়াতে মাঠে এবার নতুন ‘স্পাই’
আরও বাড়ছে শক্তি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Oct 25, 2025 | 8:54 PM
Share

নয়া দিল্লি: ভারতের আকাশ সুরক্ষায় যেন শুরু হয়ে গেল নতুন অধ্যায়। ভারতীয় বায়ুসেনার হাত শক্ত করতে চলে এল স্বদেশী ‘আরুধ্রা র‌্যাডার’। স্নায়ুর চাপ আরও বেশ খানিকটা বেড়ে গেল শত্রু শিবিরের। DRDO-র অধীনস্থ LRDE (Electronics & Radar Development Establishment) এর ডিজাইন করেছে। পুরো কাজকে বাস্তবের রূপ দিয়েছে Bharat Electronics Limited (BEL)। এতে রয়েছে 4D AESA নজরদারি সিস্টেম। সোজা কথায়, প্রযুক্তির মিশেল, অধ্যাধুনিক ক্ষমতার আধারে এ এক এমন র‌্যাডার যার চোখকে ফাঁকি দেওয়া শত্রুদের পক্ষে কার্যত অসম্ভব। 

এস-ব্যান্ড ভিত্তিক এই আরুধ্রা র‌্যাডার একইসঙ্গে সঙ্গে একাধিক লক্ষ্য বস্তুকে সনাক্তও যেমন করতে পারে তেমনই দীর্ঘ সময় ধরে ট্র্যাকও করতে পারে। তথ্য বলছে, এটি একইসঙ্গে প্রায় ২০০টিরও বেশি বিমানের গতিপথ ও তথ্য ট্র্যাক করতে সক্ষম। পাশাপাশি শত্রুর শিবিরের যুদ্ধবিমানের গতি, উচ্চতা, দূরত্ব এমনকী কোন দিক থেকে ধেয়ে আসছে তাও নির্ভুলভাবে ট্র্যাক করতে পারে। এর ঘূর্ণীয়মান AESA অ্যান্টেনা এক্কেবারে ৩৬০ ডিগ্রি কভার করে। ফলে যে দিক থেকেই শত্রুরা হানা দিক এর চোখকে ফাঁকি দেওয়া এক প্রকার অসম্ভব।  

এর দ্বারা একাধারে যেমন প্রায় ৪০০ কিলোমিটারের দীর্ঘ-পাল্লার নজরদারি যেমন সম্ভব তেমনই প্রতিকূল আবহাওয়াতেও এই র‌্যাডারকে নিয়ে চিন্তার বিশেষ কোনও কারণ নেই। কোনও মাথাব্যথা ছাড়াই একেবারে ঠান্ডা মেজাজে শত্রু সনাক্তের কাজ চালিয়ে যেতে পারে। এর প্রতিটি TRM (Transmit/Receive Module) স্বতন্ত্রভাবে কাজ করে, যা এর গোটা সিস্টেমটাকেই আরও শক্তিশালী করে তোলে। ইতিমধ্যেই বেশ কিছু প্রান্তে অত্যন্ত ক্ষমতাবান এই আধুনিক স্পাইকে মাঠে নামিয়ে ফেলেছে ভারতীয় বায়ুসেনা। পাশাপাশি আরও দ্রুত এরকমই আরও কিছু আরুধ্রা র‌্যাডার মাঠে নামানো হতে পারে বলে জানা যাচ্ছে।