ED Raid: ওয়াশিং মেশিনে লুকানো ছিল প্রায় আড়াই কোটি, ইডি হানা দিতেই ভেস্তে গেল প্ল্যান

সুজয় পাল | Edited By: জয়দীপ দাস

Mar 26, 2024 | 10:07 PM

ED Raid: সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসাব দেখিয়ে জালিয়াতি চলত বলে অভিযোগ। প্রতারণার কাজে মোট ৭টি সংস্থার যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এই সব সংস্থার উপরেই কড়া নজর রয়েছে ইডির।

ED Raid: ওয়াশিং মেশিনে লুকানো ছিল প্রায় আড়াই কোটি, ইডি হানা দিতেই ভেস্তে গেল প্ল্যান
উদ্ধার আড়াই কোটির বেশি
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: ফের ইডি অভিযানে বড়সড় সাফল্য। ১৮০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তল্লাশিতে বড়সড় সাফল্য ইডির। ওয়াশিং মেশিনে লুকানো আড়াই কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করলেন ইডি আধিকারিকেরা। এদিন কলকাতা সহ চার রাজ্যে তল্লাশি চালায় ইডি। ইডি-র নজরে Capricornian Shipping & Logistics Pvt Ltd নামে একটি সংস্থা। এই সংস্থার অংশীদার হিসাবে কাজ করা আরও বেশ কয়েকটি সংস্থার সূত্র ধরে দিল্লি, হায়দরাবাদ, মুম্বই, কুরুক্ষেত্র এবং কলকাতায় হানা দেয় ইডি। 

সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসাব দেখিয়ে জালিয়াতি চলত বলে অভিযোগ। প্রতারণার কাজে মোট ৭টি সংস্থার যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এই সব সংস্থার উপরেই কড়া নজর রয়েছে ইডির। তল্লাশির সময় প্রচুর নথিপত্রের সঙ্গে অনেক ডিজিটাল ডিভাইস ও ২.৫৪ কোটি টাকা নগদ উদ্ধার হয়। খোঁজ মিলেছে ৪৭টি ব্যাঙ্ক অ্য়াকাউন্টেরও। ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টরের দায়িত্বে রয়েছেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী। Capricornian Shipping & Logistics এর সহযোগী হিসাবে কাজ করা সংস্থা হিসাবে উঠে এসেছে আরও বেশ কয়েকটি সংস্থার নাম। সেই সংস্থাগুলির ডাইরেক্টরাও বর্তমানে রয়েছেন ইডি-র র‌্যাডারে। 

তালিকায় আছে লক্ষ্মিতন মেরিটাইম, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, রাজনন্দিনী মেটালস লিমিটেড, স্টুয়ার্ট অ্যালয়স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ভাগ্যনগর লিমিটেড, বিনায়ক স্টিলস লিমিটেড, বশিষ্ঠ কনস্ট্রাকশন লিমিটেডের মতো সংস্থা। এদিকে লোকসভা ভোটের মুখে কয়েকদিন আগেই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল চলছেই। এদিকে নিয়োগ থেকে রেশন, একাধিক দুর্নীতি মামলায় বাংলাতেও জোরকদমে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সেখানে একেবারে ওয়াশিং মেশিন থেকে প্রায় আড়াই কোটি টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে শুরু হয়েছে চর্চা। 

Next Article