AC coach Hijacked: ‘এ তো মগের মলুক’, হাওড়া-দেরাদুন এক্সপ্রেসের এসি কোচ ‘হাইজ্যাক’

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 12, 2023 | 11:10 PM

AC coach Hijacked: ৯ ডিসেম্বর পোস্ট করা ওই আইএফএস কর্মী টুইটারে লিখছেন, তাঁর এক বন্ধু ওই ট্রেনে যাচ্ছিলেন। সেখানেই একদল যাত্রী টিকিট না নিয়েই এসি কোচে উঠে পড়েন। কার্যত হাইজ্যাক করে নেন কোচটি। অন্য যাত্রীদের বিরক্ত করতে থাকেন। বসার জায়গা দখল করে নেন, চেন টানেন।

AC coach Hijacked: ‘এ তো মগের মলুক’, হাওড়া-দেরাদুন এক্সপ্রেসের এসি কোচ ‘হাইজ্যাক’
ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: স্লিপার কোচে টিকিট ছাড়াই উঠছেন বিনা টিকিটের যাত্রীরা। গায়ের জোরে দখলও করে নিচ্ছেন বুকিং থাকা সিট, কিছু বললেই তেড়ে আসছেন হাত পাকিয়ে। এ ছবি এখন অনেকেরই চেনা। বাংলা তো বটেই, দেশের নানা প্রান্তে থেকেই আকছার এই অভিযোগ সামনে আসছে। অনেক ক্ষেত্রেই রেল পুলিশ ব্যবস্থাও নিচ্ছে। এবার একেবারে এসি কোচ জোর করে দখল করে নেওয়ার অভিযোগ উঠল বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ এসেছে কুম্ভ এক্সপ্রেসের এসি ২ টায়ারের একটি কোচ থেকে। এই আইএফএস অফিসার সোশ্য়াল মিডিয়ায় ওই ভিডিয়ো শেয়ার করতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নানা মহলে। নড়েচড়ে বসেছে রেলও। ট্রেনটি হাওড়া থেকে দেরাদুনের উদ্দেশে যাচ্ছিল বলে খবর। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। 

অভিযোগ, টিকিট না কেটেই ওই এসি কোচে উঠে পড়েন একদল লোক। তাঁদের কারও কাছেই ওই কোচের বৈধ টিকিট ছিল না। তাঁদের নামতে বলা হলেও তাঁরা নামেননি। উল্টে জোর করে বৈধ টিকিটের যাত্রীদের সিট দখল করে নেওয়া হয় বলে অভিযোগ। ভিডিয়োতে দেখা যায় এসি কোচে থিক থিক করছে মানুষ। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন রেল পুলিশের কর্মীরা। 

৯ ডিসেম্বর পোস্ট করা ওই আইএফএস কর্মী টুইটারে লিখছেন, তাঁর এক বন্ধু ওই ট্রেনে যাচ্ছিলেন। সেখানেই একদল যাত্রী টিকিট না নিয়েই এসি কোচে উঠে পড়েন। কার্যত হাইজ্যাক করে নেন কোচটি। অন্য যাত্রীদের বিরক্ত করতে থাকেন। বসার জায়গা দখল করে নেন, চেন টানেন। এদিকে এই কোচে আবার বেশিরভাগই বয়স্ক যাত্রী। সে কথা লিখে দ্রুত সাহায্যের আবেদনও করেন তিনি। ওই টুইটেই রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশাপাশি রেলমন্ত্রককেও ট্যাগ করেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ওই পোস্ট। ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। বিরক্তির সঙ্গেই কেউ কেউ কেউ বলছেন, এ যেন একেবারে মগের মলুক।

Next Article