নয়া দিল্লি: ফের দেশে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ (Covid-19 Infection)।গতকালের তুলনায় বুধবার অনেকটা হারেই বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ ৭ হাজারের গণ্ডি পেরোল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩০ জন। যেখানে মঙ্গলবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৬৭৬। বর্তমানে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ২১৫। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। গতকালের থেকে কমেছে মৃতের সংখ্যা।
সংক্রমণ লাফিয়ে বাড়লেও দেশে সুস্থতার হার সন্তোষজনক। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি ৪২ লক্ষ ৪ হাজার ৭৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৭২ শতাংশ। স্বাস্থ্য় মন্ত্রক কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত্যুহার রয়েছে ১.১৯ শতাংশ। প্রসঙ্গত, আজ করোনা সংক্রমণে বড় লাফে শঙ্কায় দেশবাসী। গত বছর সেপ্টেম্বর মাসে শেষ এত হারে সংক্রমণ ধরা পড়েছিল। আবার ৭ মাস পর দাঁত নখ বসাতে শুরু করল করোনা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ।
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণেই দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মক ড্রিলের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তারপর সোমবার ও মঙ্গলবার বিভিন্ন রাজ্য়ের সরকারি হাসপাতালগুলিতে কোভিড প্রস্তুতি খতিয়ে দেখতে মক ড্রিল চলে। স্বাস্থ্যমন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি কোভিড টিকা দেওয়া হয়েছে। এই ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতিতে কেন্দ্রের তরফে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।