Firing At Bathinda Military Station: সাত সকালে ভাটিন্ডার সেনা ছাউনিতে চলল গুলি, মৃত ৪ জওয়ান

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 12, 2023 | 11:29 AM

Firing At Bathinda Military Station: সাত সকালে ভাতিণ্ডার সেনা ঘাঁটিতে গুলি চলে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে।

Firing At Bathinda Military Station: সাত সকালে ভাটিন্ডার সেনা ছাউনিতে চলল গুলি, মৃত ৪ জওয়ান
ভাতিণ্ডা সেনা ঘাঁটির বাইরের ছবি (সৌজন্যে: ANI)

Follow Us

চণ্ডীগঢ়: পঞ্জাবের ভাটিন্ডা সেনা ছাউনিতে বুধবার সকালে হঠাৎ গুলি চলল। এই ঘটনায় অন্ততপক্ষে চারজনের মৃত্যুর খবর মিলেছে। সেনার দক্ষিণ-পশ্চিম কম্যান্ডের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। এবং কুইক রেসপন্স টিম তল্লাশি চালাচ্ছে। তবে এই গুলি হামলায় কোনও সন্ত্রাসবাদী যোগ নেই বলেই জানিয়েছে পঞ্জাব পুলিশ। ঘটনার কারণ সহ সবকিছু খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই খবর সংক্রান্ত সমস্ত আপডেট দেখে নিন এক নজরে-

  1. ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে ভাটিন্ডা সেনা ছাউনিতে গোলাগুলির ঘটনায় চার সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আর কোনও ব্যক্তি জখম হননি। পঞ্জাব পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করা হচ্ছে। 
  2. পঞ্জাব পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে ইনসাস রাইফেল (Insas Rifle) ও ২৮ টি কার্তুজ নিখোঁজ হয়ে গিয়েছিল সেনা ছাউনি থেকে। পুলিশ মনে করছে, কোনও সেনা কর্মীই এই ঘটনার পিছনে রয়েছে। গুলি করার পিছনের কারণ ও সূত্র খুঁজে পেতে তদন্ত জারি রয়েছে পঞ্জাব পুলিশের।
  3. বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “ভাটিন্ডা সেনা ছাউনির ভিতরে ভোর সাড়ে ৪ টার দিকে গুলি চলে। সঙ্গে সঙ্গে কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। তল্লাশি অভিযান চলছে। এতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।”
  4. পঞ্জাব পুলিশ জানিয়েছে, এই গুলির ঘটনায় সন্ত্রাসবাদের কোনও যোগ নেই। এদিকে ভাটিন্ডা সেনা ক্যান্টনমেন্টের সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
  5. সেনার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৪ টে নাগাদ পঞ্জাবের ভাতিণ্ডা সেনা ছাউনিতে গুলি চলে।
Next Article