নয়া দিল্লি: ফের একবার আদানি ইস্যু নিয়ে উত্তাল রাজনীতি। গৌতম আদানি ও তাঁর সংস্থার বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলার বা ২০২৯ কোটি টাকার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। গৌতম আদানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন ফেডারেল প্রসিকিউটর। এই ইস্যু নিয়েই এবার প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে অবিলম্বে গৌতম আদানির গ্রেফতারির দাবি করেন।
এ দিন সকালেই জানা যায়, আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট গৌতম আদানি সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সৌর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ নিশ্চিত করতে ভারতীয় আধিকারিকদের প্রায় ২৫০ মিলিয়ন ডলার বা ২০২৯ কোটি টাকা ঘুষ দিয়েছিল আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি, এমনটাই অভিযোগ করা হয়েছে। ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। গৌতম আদানি ছাড়াও সাগর আর আদানি, বিনীত এস জৈনের নাম উল্লেখ করা হয়েছে।
এই বিষয়টি সামনে আসতেই হু হু করে পড়তে থাকে আদানি গ্রুপের শেয়ার। অন্যদিকে, বিরোধীরাও আক্রমণের নতুন হাতিয়ার পায়। এ দিন সাংবাদিক বৈঠক করে গৌতম আদানির অবিলম্বে গ্রেফতারির দাবি করেন। কংগ্রেস সাংসদ বলেন, “এটা স্পষ্ট এবং প্রতিষ্ঠিত যে আদানি ভারতীয় এবং মার্কিন আইন ভেঙেছে। আমি বুঝে পারছি না আদানি এখনও কীভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী আদানিকে সুরক্ষা দিচ্ছে, প্রধানমন্ত্রীও আদানির সঙ্গে দুর্নীতিতে যুক্ত।”
VIDEO | “It is now pretty clear and established in America that Mr (Gautam) Adani has broken both American law and Indian law. He has been indicted in the United States, and I am wondering why Mr Adani is still running around a free man in this country,” says Congress MP and LoP… pic.twitter.com/2nrlVSP16v
— Press Trust of India (@PTI_News) November 21, 2024
আদানির গ্রেফতারির দাবি করে রাহুল বলেন, “আদানি কীভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে? ঝাড়খণ্ড, দিল্লির মুখ্যমন্ত্রীকে তো গ্রেফতার করা হয়েছিল। আদানির বিরুদ্ধে আমেরিকায় মামলা হয়েছে। আদানির গ্রেফতারির দাবি করছি। মাধবী বুচ সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে, তাঁকেও শাস্তি দেওয়া উচিত। আমি সংসদে এই বিষয় নিয়ে তুলব।”
সূত্রের খবর, অধিবেশন শুরুর আগে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে কংগ্রেসের তরফে আদানি ইস্যু তোলা হবে। রবিবার সন্ধ্যায় বা সোমবার সকালে অধিবেশন শুরুর আগে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠক হওয়ার সম্ভাবনা।