তিরুবনন্তপুরম: ফের উদ্বেগ বাড়াচ্ছে আফ্রিকান সোয়াইন ফ্লু (African Swine Flu)। এবার উত্তর কেরল (North Kerala) জেলায় সোয়াইন ফ্লুর দাপট বেড়েছে। শূকর থেকেই যে সোয়াইন ফ্লু ছড়ায়, তা স্পষ্ট। তাই এবার কোন-কোন ফার্মে শূকরের মধ্যে সংক্রমণ দেখা দিয়েছে, সেগুলি শনাক্ত করে সংক্রমিত শূকরগুলি মেরে ফেলার নির্দেশ দিল জেলা প্রশাসন।
জানা গিয়েছে, উত্তর কেরল জেলার কানিচর গ্রামের একটি শূকর ফার্মে আফ্রিকান সোয়াইন ফ্লু-র সংক্রমণ দেখা দিয়েছে। জেলা পশুপালন দফতরের এক আধিকারিক মালয়নপাদিতে অবস্থিত একটি ব্যক্তিগত ফার্মে সোয়াইন ফ্লু সংক্রমণের খবরটি নিশ্চিত করেছেন। এরপরই পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায়, তার জন্য কড়া পদক্ষেপের নির্দেশ দিল জেলা প্রশাসন। ওই সংক্রমিক ফার্মের ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত সমস্ত ফার্মের শূকরদের প্রোটোকর অনুযায়ী হত্যা করে দেহ মাটিতে পুঁতে দেওয়ার নির্দেশ দিয়েছে।
এছাড়া সংক্রমিত শূকর ফার্মের এক কিলোমিটার পর্যন্ত এলাকা সংক্রমিত এলাকা এবং ১০ কিলোমিটার পর্যন্ত এলাকা নজরদারি জোন বলে ঘোষণা করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
অন্যদিকে, যে এলাকার শূকরের ফার্মে আফ্রিকান সোয়াইন ফ্লু-র সংক্রমণ পাওয়া গিয়েছে, সেই এলাকায় আগামী তিন মাস শূকর বিক্রি, পরিবহণ ও শূকরের মাংস খাওয়াও নিষিদ্ধ করেছে প্রশাসন। এছাড়া কানিচর গ্রাম বা জেলার অন্য কোথাও সংক্রমণের খবর রয়েছে কিনা সে ব্যাপারে নজরদারি রাখার ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও, কোনও সংক্রমণের খবর পেলে অবিলম্বে জেলা প্রশাসনকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি সোয়াইন ফ্লু যাতে কোনভাবে সংক্রমণ না ছড়ায়, সে ব্যাপারে গ্রামের পশু চিকিৎসকদেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।