নয়া দিল্লি: আর এক পা বাকি। তারপরই চাঁদে পা রাখবে ভারতের চন্দ্রযান (Chandrayaan-3)। শনিবারই দ্বিতীয় ও শেষ ডি-বুস্টিং অপারেশন (De-Boosting Operation) সম্পন্ন হল চন্দ্রযান-৩-এর। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো(ISRO)-র তরফে টুইটে এই তথ্য় জানানো হয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, চন্দ্রযান-৩ প্রতিটি পদক্ষেপের উপরে কড়া নজর রাখা হচ্ছে। বুধবার চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান-৩, তার আগের এই শেষ সময়টুকু অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।
ইতিমধ্যেই চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। বর্তমানে চাঁদ থেকে সর্বনিম্ন দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। সর্বোচ্চ ১৩৪ কিলোমিটার দূরে কক্ষপথে ঘুরছে ল্যান্ডার বিক্রম। আগামী বুধবার, ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩। এটিকে সফট ল্যান্ডিং বলা হচ্ছে ইসরোর তরফে। আপাতত চাঁদের মাধ্য়াকর্ষণেই কক্ষপথে ঘুরছে ল্যান্ডার বিক্রম। কীভাবে চাঁদে অবতরণ করবে, কৃত্রিম বুদ্ধিমত্তার কৃপায় তার সিদ্ধান্ত নিজেই নেবে ইসরোর চোখের মণি চন্দ্রযান-৩ এর ল্য়ান্ডার বিক্রম।
Chandrayaan-3 Mission:
The second and final deboosting operation has successfully reduced the LM orbit to 25 km x 134 km.
The module would undergo internal checks and await the sun-rise at the designated landing site.
The powered descent is expected to commence on August… pic.twitter.com/7ygrlW8GQ5
— ISRO (@isro) August 19, 2023
শনিবারই ইসরোর তরফে এক্স মাইক্রো ব্লগিং সাইটে (টুইটার) পোস্ট করে বলা হয়, “চন্দ্রযান-৩ এর দ্বিতীয় ও শেষ ডি-বুস্টিং প্রক্রিয়া সফলভাবে পূর্ণ হল। বর্তমানে চাঁদের পৃষ্ঠ থেকে দূরত্ব কমে ২৫ কিলোমিটার হল। এবার মডিউল তার নিজের অন্তর্বর্তী পরীক্ষা-নিরীক্ষা করবে এবং সূর্যোদয়ের অপেক্ষা করবে নির্ধারিত ল্যান্ডিং সাইটে। আগামী ২৩ অগস্ট, বিকেল ৫ টা ৪৫ মিনিটে চাঁদে সম্ভাব্য অবতরণ করবে চন্দ্রযান-৩।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার মডিউল। শুক্রবারই প্রথম ডি-বুস্টিং সম্পন্ন হয় চন্দ্রযানের। যদি আগামী ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করতে পারে চন্দ্রযান, তবে ইতিহাস গড়বে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হবে ভারত, যারা চাঁদের মাটি স্পর্শ করেছে।