বেঙ্গালুরু: চন্দ্রযানের সাফল্যের পর এবার সূর্যের দিকে পা বাড়াচ্ছে ইসরো (ISRO)। আগামী সপ্তাহেই সৌর অভিযানে নামতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো সূত্রে খবর, আগামী ২ সেপ্টেম্বরই সূর্য অভিযানের (Solar Mission) সূচনা হতে চলেছে। মূলত সূর্য নিয়ে ‘পড়াশোনা’র জন্যই এই অভিযান। পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন বা ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্যের শেষ অক্ষে পাঠানো হবে আদিত্য-এল১ মহাকাশযান (Aditya-L1)।
ইসরোর তরফে জানানো হয়েছে, দূর থেকে সোলার করোনা বা সৌর করোনা এবং সৌর বায়ুর পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যেই আদিত্য-এল১ মহাকাশযান পাঠানো হবে। সূর্য নিয়ে এটাই ইসরোর প্রথম মহাকাশ অভিযান। জানা গিয়েছে, আদিত্য-এল১ মিশন সাতটি পে-লোড নিয়ে মহাকাশে যাবে। সূর্যের করোনা ও ফোটোস্পিয়ার, ক্রোমোস্পিয়ারের পর্যবেক্ষণ করবে বিভিন্ন ওয়েভব্য়ান্ড থেকে।
প্রসঙ্গত, আদিত্য-এল১ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। করোনাগ্রাফের দৃশ্যমান নিঃসরণ লাইন যাতে বোঝা যায়, তা প্রস্তুত করার দায়িত্বে রয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স। এছাড়া ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, পুণে সোলার আল্ট্রাভায়োলেট ইমেজার পে-লোড তৈরি করেছে।
আদিত্য-এল১ এর উপগ্রহ বা স্যাটেলাইট, যা ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে তৈরি হয়েছে, তা দুই সপ্তাহ আগেই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় এসে পৌঁছেছে। ইসরোর আধিকারিকরা জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হতে পারে। উৎক্ষেপণের পর এই উপগ্রহ হ্যালো অরবিট বা ফাঁপা কক্ষপথে স্থাপন করা হবে। এই কক্ষে স্থাপন করার অন্যতম সুবিধা হল কোনও ধরনের গ্রহণ ছাড়াই সূর্যের পর্যবেক্ষণ করা যাবে। এতে সূর্যের গতিবিধি বুঝতে একদিকে যেমন সুবিধা হবে, তেমনই মহাকাশের আবহাওয়া বুঝতেও সাহায্য করবে।