Inflammable Items in Train: স্টোভ থেকে আগুল ছড়াল ট্রেনে, রেলে দাহ্য পদার্থ বহনের নিয়মটা ঠিক কী?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 26, 2023 | 2:54 PM

Inflammable Items in Train: রেলের মুখপাত্র জানিয়েছেন, ওই যাত্রীরা বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার, স্টোভ ও আরও কিছু দাহ্য পদার্থ নিয়ে যাচ্ছিলেন ট্রেনে করে।

Inflammable Items in Train: স্টোভ থেকে আগুল ছড়াল ট্রেনে, রেলে দাহ্য পদার্থ বহনের নিয়মটা ঠিক কী?
ফাইল ছবি

Follow Us

মাদুরাই: ভোর রাতে ট্রেনের ভিতরে ঝলসে গেলেন ৯ যাত্রী। পুড়ে যাওয়া কামরা থেকে বের করা হয়েছে দগ্ধ দেহগুলি। ট্রেনের ভিতরে যেভাবে আগুন জ্বলেছে, তা শিউরে ওঠার মতো। খতিয়ে দেখেই রেল কর্তারা জানিয়েছেন স্টোভ জ্বালিয়ে ট্রেনের মধ্যেই কফি বানানোর চেষ্টা চলছিল। তার জেরেই আগুন লেগেছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, রেলের কামরায় স্টোভ নিয়ে কীভাবে উঠলেন যাত্রীরা?

রেলের মুখপাত্র জানিয়েছেন, ওই যাত্রীরা বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার, স্টোভ ও আরও কিছু দাহ্য পদার্থ নিয়ে যাচ্ছিলেন ট্রেনে করে। ১৯৮৯-এর রেলওয়ে আইন অনুযায়ী, যে সব জিনিস ট্রেনে নিয়ে যাওয়া যায় না, তার মধ্যে রয়েছে কেরোসিন, পেট্রোল, স্টোভ, বাজি, গ্যাল সিলিন্ডার ও বিস্ফোরক। এগুলি বহন করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য হয়।

জানা যায়, রেলওয়ে আইনের ১৬৪ ও ১৬৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বেআইনিভাবে এই সব পণ্য বহন করলে তিন বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। ৫০০ থেকে ১০০০ টাকা টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এছাড়া রেলওয়ে ম্যানুয়ালের ৯ নম্বর প্যারায় বলা আছে, ব্যক্তিগতভাবে রেল ভাড়া নিলে যাত্রীদের লিখিতভাবে জানাতে হবে যে তাঁরা এই ধরনের পণ্য বহন করছেন না।

উল্লেখ্য, ভোর রাতে ভারত গৌরব ট্রেনে লাগে আগুন। তাতেই ঝলসে যান যাত্রীরা। ভোর ৫ টা ১৫ মিনিট আগুন লাগে। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Next Article